নিউজ

কল্যাণী এমস-এ ১২১টি পদে কর্মী নিয়োগ। হাতে সময় কম, আজই আবেদন করুন

বর্তমানে চাকরির বাজারে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। এর ফলে লাখ লাখ ছেলে-মেয়েরা চাতক পাখির মতো চেয়ে আছে একটি চাকরির পরীক্ষার জন্য। এই প্রতিবেদনটি সমস্ত চাকুরি প্রার্থীদের জন্য নিয়ে আসলো এক দারুন খবর। অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস/ All India Institute Of Medical Science) দ্রুত একাধিক কর্মী নিয়োগ করতে চলেছে। ইন্টারভিউ এর মাধ্যমে হবে প্রার্থী বাছাই। তাই যে সমস্ত প্রার্থীরা আবেদন করতে ইচ্ছুক, তারা প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ে নিন।

পদ: সিনিয়র রেসিডেন্ট (নন অ্যাকাডেমিক) [Senior Resident]

শূন্যপদ: ১২১

বয়সসীমা: ৪৫ বছরের মধ্যে প্রার্থীরাই আবেদনযোগ্য।

বেতন: ১৫,৬০০-৩৯,১০০ টাকা (একাদশ বেতন স্কেল অনুযায়ী) এবং ৬,৬০০ টাকা (গ্রস পে)

সময়সীমা: আপাতত প্রার্থীদের সর্বাধিক ৩ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।

আবেদন ফি: ১০০০ টাকা। তবে SC/ST/OBC দের ক্ষেত্রে সম্পূর্ণ ছাড় আছে ফি-তে।

আবেদনের সময়সীমা: ১০ ই জুন, ২০২৩ দুপুর ১টা পর্যন্ত।

আবেদন পদ্ধতি: রাজ্যে কল্যাণীর অল ইন্ডিয়া ইন্সিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (এমস) এর ওয়েবসাইট https://aiimskalyani.edu.in/ এ পাওয়া যাবে।

নিয়োগ প্রক্রিয়া: অনলাইন এবং অফলাইনে ইন্টারভিউ নেওয়া হবে সকল আবেদনকারীর।