নিউজ

এবার পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনেও AC-র আমেজ! কোন রুটে চালানোর চিন্তা করছে রেল

ভারত বিশ্বের জনবহুল দেশগুলোর মধ্যে অন্যতম। ভারতীয় রেল বিশ্বের চতুর্থ বৃহত্তম রেল নেটওয়ার্ক। প্রতিদিন কোটি কোটি মানুষের যাতায়াতের মাধ্যম হল রেলওয়ে (Railway)। এই কারণে ভারতীয় রেলকে “লাইফলাইন” (Lifeline) তকমাও দেওয়া যেতে পারে। কেবলমাত্র যাত্রী বহনই নয়, ভারতীয় রেল প্রতিনিয়ত বহন করে চলেছে বহু পণ্য। অনেক মানুষের রোজগার জড়িয়ে আছে ভারতীয় রেলের সাথে। এই পণ্য বহন করে প্রচুর মুনাফা লাভ করে ভারতীয় রেল। ভারতীয় রেলের বিশেষত্ব হল লোহার চাকা।

এই লোহার চাকার মাধ্যমেই এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাতায়াত করে ভারতীয় ট্রেন। ভারতবর্ষের অন্যতম যাতায়াত মাধ্যম হল রেলওয়ে। প্রতিদিন কোটি কোটি মানুষ নিজের গন্তব্যে ট্রেনের মাধ্যমে পৌঁছে যান। আপনিও কি সেই দলে পড়েন? হাওড়া-বর্ধমান লোকালের নিত্যযাত্রী কি আপনি? এই রুটে এক বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। জানতে হলে প্রতিবেদনটি পড়ে নিন।

মানুষ যাতায়াতের জন্য লোকাল ট্রেনের উপরেই বেশি ভরসা করে। কারণ শীত, গ্রীষ্ম, বর্ষায় কোন অসুবিধা ছাড়াই লোকাল ট্রেন মানুষকে গন্তব্যে পৌঁছে দেয়। তাই যাত্রীদের সুবিধার্থে এবার বড় সিদ্ধান্ত নিতে চলেছে ভারতীয় রেলওয়ে। যাত্রীরা পেয়ে যাবে এবার থেকে আরামদায়ক ভ্রমণ।‌ আরামদায়ক ভ্রমণ সাধারণত দূরপাল্লার ট্রেনেই পাওয়া যায়। কিন্তু এবার থেকে তা লোকাল ট্রেনেও পাওয়া যাবে। জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের লোকাল ট্রেনে এসির সুবিধা দেওয়া হবে। জোনাল রেলওয়ে ভারতীয় রেলওয়ের কাছে এই এই প্রস্তাবটি রেখেছে বলে শোনা যাচ্ছে।

সবকিছু ঠিকঠাক থাকলে হাওড়া-বর্ধমান রুটেই সর্বপ্রথম চলবে এসি লোকাল ট্রেন। এখনো পর্যন্ত এই ট্রেনের ভাড়া ও আসন সংখ্যা সম্পর্কে কিছুই জানা যায়নি। অনুমোদন পেলে শীঘ্রই এর কাজ শুরু হবে বলে জানা যাচ্ছে। আপনাদের জানিয়ে রাখি ভারতীয় রেল বহু মানুষের জীবিকার প্রধান মাধ্যম। এর মাধ্যমেই মানুষ অল্প খরচে কাজে যেতে পারে।