
তীব্র তাপপ্রবাহের কারণে নাজেহাল অবস্থা জনসাধারণের। চাঁদিফাটা কারণে যেমন বাইরে বেরোনো যাচ্ছেনা তেমন ঘরেও থাকা যাচ্ছে না। AC, কুলার থাকা সত্ত্বেও তীব্র গরম থেকে রেহাই পাচ্ছে না কেউই। তবে এই গরম থেকে রেহাই পাওয়ার রয়েছে এক অন্যতম পদ্ধতি। যা হেঁসেল ঘরে পাওয়া যায়। তাই চলুন কয়েক মিনিটের মধ্যে এই নতুন উপায়ে করে ফেলুন ঘর ঠান্ডা। জেনে নিন পদ্ধতি।
কম-বেশি অনেকের বাড়িতেই কুলার রয়েছে। অভিযোগ শোনা যায়, কিছু কিছু বাড়িতে কুলার কাজ করতে অর্থাৎ ঘর ঠান্ডা করতে বেশ সময় নেয়। মূলত পুরোনো কুলারগুলির ক্ষেত্রেই এই সমস্যা দেখা যায়। তবে আর সেই সমস্যা নয়, রান্নাঘরের এই দুটি উপকরণ দিয়েই কুলারকে করে তোলা যাবে চাঙ্গা। যা খুব দ্রুতই ঘরকে ঠান্ডা করতে পারবে।
কি সেই দুটি উপকরণ? এই দুটি উপকরণ হলো বরফ এবং লবণ। কম-বেশি সকল বাড়ির হেঁসেলেই এই দুটি উপকরণ পাওয়া যায়। আর এই দুটি উপকরণ মিশিয়ে এর মধ্যে দিয়ে দ্রুত করে ফেলুন ঘর ঠান্ডা।
তবে মাথায় রাখতে হবে এই পদ্ধতি বা উপায় শুধুমাত্র পুরোনো কুলারের ক্ষেত্রেই প্রযোজ্য। পুরোনো কুলারের ক্ষেত্রেই এই পদ্ধতি প্রয়োগ করা উচিত। কিভাবে প্রয়োগ করবেন? চলুন জেনে নেওয়া যাক।
ঘর ঠান্ডা করার জন্য কুলারে সাধারণত জল দেওয়া হয়। তবে এক্ষেত্রে প্রথমে একটি পাত্র নিতে হবে। এরপর সেই পাত্রে বরফ এবং লবণ নিয়ে মিশিয়ে দিতে হবে। তারপর সেটিকে কুলারের ট্যাঙ্কের মধ্যে দিয়ে দিতে হবে। আর তারপরেই দেখতে পাবেন কুলারের মধ্যে দিয়ে ঠান্ডা হাওয়া বেরোচ্ছে। যা ঘরকে খুব দ্রুত ঠান্ডা করে দেবে। তবে এই পদ্ধতি প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই এই প্রতিবেদনে লেখা হয়েছে। তাই এমন কোনো কিছু করতে হলে কুলার কোম্পানির সাথে কথা বলে নেওয়া উচিত।