বান্ধবীদের হাতে আড়ং ধোলাই খেয়ে হাসপাতালে ভর্তি ‘গাঁটছড়া’র অনিন্দ্য!

কিছু কিছু চরিত্রে কোনো কোনো অভিনেতা-অভিনেত্রী এতটাই জনপ্রিয় হয়ে যান যে, দর্শকের কাছে তাদের নিজেদের সত্বা যে চরিত্রের বাইরে বিলীন হয়ে হয়ে যায়। সেই সব চরিত্রের প্রতিটা খুঁটি নাটি নিয়ে মানুষের আগ্রহের শেষ থাকে না। তাদের সম্পর্কে কোনো ভালো খবর যেমন গুরুত্বের সাথে দেখা হয় তেমনি খারাপ খবরের উপরেও মানুষের তীক্ষ্ণ নজর থাকে।
ঠিক তেমনই একটি চরিত্র হলো জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া ধারাবাহিকের খলনায়ক ‘রাহুল’। অর্থাৎ দর্শকের কাছে অতি পরিচিত অনিন্দ্য চট্টোপাধ্যায়। তার সম্প্রতি একটি ছবি তীব্র গুঞ্জনের জন্ম দিয়েছে দর্শকদের মনে। তার অসাধারণ অভিনয় দর্শকদের মনে তাকে একটি আলাদা জায়গা করে দিয়েছে। তবে তারই একটি মর্মান্তিক অবস্থার ছবি দেখে আঁতকে উঠছে দর্শকরা। দর্শকদের মনে এখন একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে এমন অবস্থা তার কিভাবে হল?
সম্প্রতি অনিন্দ্য চট্টোপাধ্যায়ের একটি ছবি ভাইরাল হয়েছে সমাজ মাধ্যমে। ছবিটি আবার তিনি নিজেই সোশাল মিডিয়াটে আপলোড করেছেন। ছবিতে দেখা যাচ্ছে তিনি গোটা শরীরে ব্যান্ডেজ বেধে কোনো হাসপাতালের বেড়ে শুয়ে আছেন। ছবির ক্যাশনে তিনি লিখেছেন, “বাজে ছেলে হইতে সাবধান।” ছবির ব্যাকগ্রাউন্ডে বাজছে জনপ্রিয় গান “আমার এই বাজে স্বভাব, কোনওদিন যাবে না”। স্বভাবতই দর্শকরা তার এই অবস্থার কারণ জানতে চাইছে।
তারই মধ্যে তাকে অন্য একটি পোস্টে দেখা গেছে একই রকম ব্যান্ডেজ বেঁধে, নাকে মুখে অক্সিজেন মাস্ক লাগিয়ে অভিনেত্রী শ্রীমা ভট্টাচার্যের সঙ্গে পোজ দিচ্ছেন। আর সেই অবস্থাতে তিনি বলে চলেছেন তার এই অবস্থা কি ভাবে হলো? তাকে বলতে শোনা যায়, ১৪ ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে-র দিন হাতে টাকা না থাকায় তাঁর কোনও বান্ধবীকে কোনো উপহার দিতে পারেননি। আর সেই কারণে নাকি সকলে মিলে তাকে আড়ং ধোলাই দিয়েছে।
তবে পোস্টের শেষে তিনি আসল ব্যাপারটি খোলাসা করেন। তিনি বলেন, কেউ যেনো ব্যাপারটি সিরিয়াসলি না নেয়। তবে পুরো ব্যাপারটি তিনি খুলে বলেননি। বরং আসল ঘটনা জানতে টিভির পর্দায় চোখ রাখতে বলেছেন দর্শকদের। এখন দেখার বিষয় এটি যে ভ্যালেন্টাইন ডে তে বান্ধবীদের উপহার দিতে না পারায় নাকি ধারাবাহিকের চরিত্রের স্বার্থে তার এই সাজ।