বিনোদন

সানি দেওলের স্ত্রীর সৌন্দর্যের কাছে পাত্তা পাবেন না বলি অভিনেত্রীরা! দেখুন স্টার পত্নীর সুন্দর ছবি

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনেতা হলেন সানি দেওল (Sunny Deol)। তিনি জনপ্রিয় বলিউডের প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র (Dharmendra)’র পুত্র। পিতা যেমন অভিনয় জগতে জনপ্রিয় একটি নাম তেমনই পুত্রের সেই জনপ্রিয়তা পেতে খুব বেশি অসুবিধা হয়নি। ‘বেতাব’ ছবির মধ্যে দিয়ে বলিউডে প্রবেশ করেন সানি। এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক ছবিতে তার দুর্দান্ত অভিনয় সকলের মন জয় করে নিয়েছে।

সানি যেমন সুন্দর ছিলেন তেমনই তার অভিনয় ছিল দুর্দান্ত। এই কারণে সানি দেওলের সিনেমা আর ফ্লপ হয়নি। তার অভিনীত প্রায় সবকটি ছবি জনপ্রিয়। এখনও অনেকে তার ছবির মুগ্ধ ভক্ত। অনেক ভক্ত সানির নতুন ছবির অপেক্ষা করেন। তবে পুরনোদের সরে গিয়ে নতুনদের জায়গা দেওয়া সর্বকালের নিয়ম। এই কারণে সানিকে সেভাবে আর দেখা যায় না৷

তবে আজকের প্রতিবেদন সানি দেওলের স্ত্রী পূজা দেওলকে (Puja Deol) নিয়ে। সানির স্ত্রী পূজা একজন অত্যন্ত সুন্দরী মহিলা। তার সৌন্দর্য্য যেকোনো বলিউড অভিনেত্রীকে হার মানাবে। সৌন্দর্য্যের দিক থেকে এত প্রশংসার হলেও পূজা কখনও লাইমলাইটে আসার চেষ্টা করেননি। বরং এসবের থেকে সবসময় দূরত্ব বজায় রেখে চলেছেন তিনি। তবে বর্তমানে সোশ্যাল মিডিয়া থাকার কারণে মাঝেমধ্যে তার ছবি হয়ে যায় ভাইরাল।

পূজার সৌন্দর্য্যের জন্য অনেকসময় সানির পরিবার আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন। ইতিমধ্যে ৩৮ বছরের বিবাহিত জীবন পূর্ণ করে ফেলেছেন পূজা ও সানি। অনেকেই একটি বিষয় জানেন না যে, সানির কেরিয়ার যখন বলিউডে মধ্যগগনে সেই সময়ে সানির জনপ্রিয়তার কথা ভেবে তার বিবাহের বিষয়টি গোপন করা হয়৷ কারণ বিবাহের বিষয়টি ফাঁস হলে কাজের সুযোগ কমে যাওয়ার কারণে এমনটা করেছিল সানির পরিবার। জানা যায়, যতদিন তাদের বিয়ের বিষয়টি গোপন ছিল ততদিন পূজা লন্ডনে ছিলেন। তবে সানি জানিয়েছিলেন, পূজা লাইমলাইট থেকে দূরে থাকতে চায় বলেই এই সিদ্ধান্ত।