মাধ্যমিক পরীক্ষার জন্য চালু হলো অতিরিক্ত ট্রেন, জেনে নিন সঠিক টাইম টেবিল

আজ থেকেই শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ২৩ শে ফেব্রুয়ারি থেকে ৪ই মার্চ পর্যন্ত চলবে মাধ্যমিক পরীক্ষা। এমনিতেই অতিমারি করোনার পর এই বছরের মাধ্যমিক পরীক্ষায় নয়া নির্দেশিকা জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। যেখানে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে যাতে অসুবিধা না হয় সেই দিকেও লক্ষ্য রাখতে বলেছে পুলিশকর্মীদের। তবে সম্প্রতি মাধ্যমিক পরীক্ষার্থীদের কথা ভেবে পূর্ব রেল দপ্তর এক উদ্যোগ নিয়েছে। যার ফলে পরীক্ষা কেন্দ্রে পৌঁছেতে অসুবিধা হবে না পরীক্ষার্থী তথা অভিভাবকদের।
চলুন প্রথমে জেনে নেওয়া যাক মাধ্যমিক পরীক্ষার নয়া নিয়ম সম্পর্কে।
২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থীদের যে নিয়মগুলো মানতে হবে সেগুলি হল –
১) ঠিক সময়ে অর্থাৎ 11:45 মিনিটের মধ্যে পরীক্ষা কেন্দ্রে উপস্থিত হতে হবে পরীক্ষার্থীদের।
২) পরীক্ষার সময় শেষ না হওয়া পর্যন্ত পরীক্ষা কেন্দ্রের বাইরে বেরোতে পারবে না কোনো পরীক্ষার্থী।
৩) পরীক্ষা কেন্দ্রে অবশ্যই অ্যাডমিট কার্ড নিয়ে প্রবেশ করতে হবে পরীক্ষার্থীদের। অন্যদিকে, কোনো ইলেকট্রিক ডিভাইস নিয়ে পরীক্ষা কেন্দ্রে বসতে পারবে না পরীক্ষার্থীরা।
৪) পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেওয়ার জন্য যে জিনিসগুলি পরীক্ষার্থীদের নিয়ে যেতে হবে সেগুলি হল পরিষ্কার বোর্ড, জলের বোতল, পেন্সিল, সার্পনার, রবার্ট, নীল এবং কালো কালি পেন, স্কেল প্রভৃতি।
অন্যদিকে পরীক্ষার্থীদের কথা ভেবে রেল দপ্তর জানিয়েছে পূর্ব রেলের শিয়ালদা ডিভিশনের বেশ কয়েকটি ট্রেন থামবে নির্ধারিত স্টেশনের বাইরে। চলুন জেনে নেওয়া যাক সেই ট্রেনগুলি কি কি –
জানা গিয়েছে ১০টা ৬, ১০টা ১৭ এবং ১০টা ২০ মিনিটে পলতা, জগদ্দল এবং কাঁকিনারা স্টেশনে থামবে ৩১৮২১ আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল।
এরপর ১০টা ৫৯, ১১টা ৮ এবং ১১টা ১১ মিনিটে পলতা, জগদ্দল এবং কাঁকিনারা স্টেশনে থামবে ০৩১১৫ আপ শিয়ালদহ-লালগোলা মেমু প্যাসেঞ্জার।
৩১৩২০ ডাউন কল্যাণী সীমান্ত-শিয়ালদহ লোকাল যাত্রাপথে কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ১০টা ৩৯, ১০টা ৪২ এবং ১০টা ৫১ মিনিট থামবে।
৩১৮২২ ডাউন কৃষ্ণনগর-শিয়ালদহ লোকাল সকাল ১১টা ১০ মিনিটে জগদ্দল স্টেশনে দাঁড়াবে।
০৩১৮৪ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার সকাল ১১টা ৮ মিনিটে থামবে পায়রাডাঙা স্টেশনে।
বেলা ১১টা ১৯ মিনিটে জগদ্দল স্টেশনে থামবে ৩১৫১৯ আপ শিয়ালদহ-শান্তিপুর লোকাল।
দুপুরের দিকে যে ট্রেনগুলি থামবে সেগুলি হল –
০৩১৯৬ লালগোলা-শিয়ালদহ মেমু প্যাসেঞ্জার কাঁকিনাড়া, জগদ্দল এবং পলতা স্টেশনে যথাক্রমে ৩টে ৯, ৩টে ১২ এবং ৩টে ২০ মিনিটে থামবে।
বেলা ৩টে ২৭ মিনিটে পায়রাডাঙা স্টেশনে থামবে ০৩১৯৩ কলকাতা-লালগোলা মেমু প্যাসেঞ্জার।
৩৩৮৩৩ আপ শিয়ালদহ-বনগাঁ লোকাল যাত্রাপথে বিভূতিভূষণ হল্ট স্টেশনে থামবে দুপুর ৩টে ৩৩ মিনিটে।