‘ভীষণ টর্চার করে অঙ্কুশ…’ শুভশ্রীর কাছে বিয়ে ভাঙার বিস্ফোরক কারণ জানালেন ঐন্দ্রিলা!

দিন কয়েক আগেই একসঙ্গে নিউ ইয়ার সেলিব্রেট করলেন অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Oindrila), আর তার মাস খানেক যেতে না যেতেই তাদের প্রেমে ভাঙন ধরেছে। প্রায় ১ যুগের সম্পর্ক কবে ছাদনাতলায় যাবে? সেই কৌতূহলে যখন অনুরাগীদের উন্মাদনা তুঙ্গে, ঠিক তখনই অঙ্কুশের ঘোষণা- কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কি না জানি না।
অঙ্কুশের এমন ঘোষণার পর ইন্ডাস্ট্রির বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ নিজে ভিডিও করে অঙ্কুশের কাছে জানতে চান যে, কেন বিয়েটা হচ্ছে না? তারপর আবির এবং শ্রাবন্তী চট্টোপাধ্যায়ও সেই একই প্রশ্ন করেছিলেন ভিডিও কলে। তবে প্রতিটা কল গিয়েছে প্রেমিকা ঐন্দ্রিলার কাছে। আর সকলেরই এক প্রশ্ন, বিয়েটা হচ্ছে না কেন? শেষমেশ অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ে কেনো হচ্ছে না জানতে চেয়ে ফোন করলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়।
ঐন্দ্রিলার কাছে ফোন করে শুভশ্রী জানতে চান, কেনো তাদের বিয়ে হচ্ছে না। তাদের মধ্যে কি সমস্যা আছে সেটাও জানতে চান। তখনই শুভশ্রীর কাছে এই কথা ফাঁস করলেন ঐন্দ্রিলা সেন। শুভশ্রী প্রথমে ঐন্দ্রিলাকে ভিডিওতে জিজ্ঞেস করেন, তাদের সম্পর্ক বারো বছর হয়ে গেল। তারা এখনও বিয়ে করছে না কেনো। আর তাদের সকলকে খাওয়াতে হবে বলেই কি বিয়েতে সমস্যা।
এরপরই শুভশ্রীকে ঐন্দ্রিলা বলেন, অঙ্কুশ নাকি খুব অত্যাচার করে, ঐন্দ্রিলাকে দিয়ে হাত-পা, ঘাড় টেপায় রোজ। আর ওইজন্যই বিয়ে করতে চান না তিনি। এদিকে শুভশ্রী-ঐন্দ্রিলার কথোপকথন শুনে অঙ্কুশকে আদতে অত্যাচারী বলে মনে হলেও বাস্তবে কিন্তু তেমনটা ঘটেনি। একটি ভিডিওতে দেখা যায় যে অঙ্কুশকে দিয়েই পা টেপাচ্ছেন ঐন্দ্রিলা। যদিও এই পুরো ভিডিওটাই নে মশকরা করে বানানো তা সকলেই বুঝতে পারেন।
প্রসঙ্গত উল্লেখ্য, অঙ্কুশ-ঐন্দ্রিলার হাতে এখন বহু কাজ। দিন কয়েকের মধ্যেই মুক্তি পাবে ঐন্দ্রিলা অভিনীত পয়লা ওয়েব সিরিজ শ্বেতকালী। অন্যদিকে সদ্য মুক্তি পাওয়া অঙ্কুশের ওয়েব সিরিজ শিকারপুর দারুণ প্রশংসা পেয়েছে। পাশাপাশি তাদের হাতে রয়েছে একাধিক প্রজেক্ট। তবে পোস্টে ‘বাকিটা ব্যক্তিগত’ বলতে অঙ্কুশ কী বোঝাতে চেয়েছেন, এখন সেটা জানার জন্যই অপেক্ষা করছে সোশ্যাল মিডিয়াবাসী।