
ছোট পর্দা জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক হল ‘মিঠাই’ (Mithai)। যে ধারাবাহিকের সিড-মিঠাই জুটি দর্শকদের মনের মনিকোঠায় জায়গা করে নিয়েছে। সিরিয়াল শেষ হলেও এই জুটির খুনসুটি, ভালোবাসা মন থেকে মুছে যায়নি দর্শকগণের। তবে সিরিয়ালে সৌমিতৃষা-আদৃত (Soumitrisha-Adrit)-র সেই মুহূর্ত মিস করছেন দর্শকগণ। তারই মাঝে দর্শকদের আনন্দ দিতে এক ভিডিও পোস্ট করলেন আদৃত রায়। যা দেখে আপ্লুত নেটজনগণ।
দুঃখের আবহে দর্শকদের খুশি করতে নেটদুনিয়ায় এক গানের ভিডিও পোস্ট করলেন অভিনেতা আদৃত রায়। যে ভিডিওটিতে আদৃতকে গিটার বাজিয়ে ‘আমার ভিনদেশী তারা’ (Amar Bhindeshi Tara) গানটি গাইতে দেখা গিয়েছে। ঝড়ের গতিতে ভাইরাল সেই ভিডিও। ভিডিওর কমেন্ট বক্সে উঠে এসেছে নেটিজেনদের হাজকরো মন্তব্য। পাশাপাশি ভিডিওটি অনেকেই পছন্দ করেছেন।
দুর্দান্ত অভিনয়ের পাশাপাশি অভিনেতা আদৃত রায় যে একজন সুদক্ষ গায়ক তা আগেই জানা গিয়েছিল। গায়ক হিসেবে তার বেশ পরিচিতি রয়েছে। ‘পোস্টার বয়েজ’ (Poster Boys) নামক ব্যান্ডের লিড গায়ক আদৃত। বাড়িতে রয়েছে তার গানের নানান সরঞ্জাম। তবে ভিডিওটিতে তাঁকে যে গিটার নিয়ে গান করতে দেখা গিয়েছে সেই গিটারটি তাঁর বান্ধবী কৌশাম্বি (Koushambi)-র দেওয়া। যা তিনি নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন।
অভিনেতা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তাঁর বিশেষ বান্ধবী কৌশাম্বি তাঁকে একটা খুব কাছের জিনিস দিয়েছেন। যেটা দিয়ে তিনি পরবর্তী সময়ে মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন। মিউজিক এডিটিং করতে পারবেন, ভিডিও এডিটিং করতে পারবেন। তিনি এও জানিয়েছিলেন যে, তিনি তাঁর বিশেষ বান্ধবীর থেকে এই জিনিসটা একবার চেয়েছিলেন। আর তারপরেই তার বার্থডে-তে বিশেষ বান্ধবী সারপ্রাইজ হিসেবে এটি দিয়েছেন।
ইতিমধ্যে ব্যাপক পরিমাণে ভাইরাল সেই ভিডিও। ভিডিও পোস্ট হতেই ২৪ ঘন্টার আগেই কয়েক হাজার বার শেয়ার করা হয়ে গিয়েছে, পছন্দ করেছেন প্রায় কয়েক হাজার মানুষ, কমেন্ট বক্সে উঠে এসেছে কয়েক হাজার মন্তব্য। কেউ কেউ লিখেছেন মন খারাপের মাঝে আদরি তেরে গান সকলকে, আদৃতের এই গান সকলকে খুশি করেছে। আবার কেউ ধন্যবাদ জানিয়েছেন। কোনো এক ইন্টারনেট ব্যবহারকারী প্রশ্ন করেছেন যে, ‘মিঠাই’ সেটার কাউকে আদৃত মিস করছেন কিনা? তবে এতদিন কাজ করার পর মিস করাটাই স্বাভাবিক। তবে ধারাবাহিক শেষ হওয়ার পরবর্তীতে আদৃতের এই গান ‘মিঠাই’ ভক্তদের যে খুশি করেছে তা বলার অপেক্ষা রাখে না।