
একজন বিশিষ্ট শিল্পপতি হলেন মুকেশ আম্বানি। তিনি গোটা বিশ্বের প্রথম দশ ধনকুবেরদের মধ্যে একজন। তিনি হাজার হাজার কোটি টাকার মালিক। তাঁর এত পরিমান সম্পত্তি রয়েছে যে আগামী সাত প্রজন্ম বসে খেতে পারবে।
কিন্তু তা সত্বেও নিজের কাজে একটুও অনিমা নেই তাঁর। ক্রমাগত নিজের ব্যবসা বাড়িয়েই চলেছেন তিনি। শোনা যাচ্ছে এবার গোটা একটি শহর তৈরি করতে চলেছেন তিনি। এই শহরের সুবিধা জানলে চমকে উঠবেন।
এই শহরটি হল সাবসিডিয়ারি মডেল ইকোনমিক টাউনশিপ লিমিটেড (SUBSIDIARY MODEL ECONOMIC TOWNSHIP) LIMITED অর্থাৎ মেট সিটি। এটি আন্তর্জাতিক মানের শহর হিসেবে প্রতিষ্ঠিত হতে চলেছে। ইউরোপীয় শহরগুলি তাদের আধুনিক ও উন্নত মানের পরিষেবা দেওয়ার জন্য বিখ্যাত। এবার ৮ হাজার একর জমিতে তেমন শহর তৈরি করার পরিকল্পনা করেছেন আম্বানি।
এটি তৈরি হতে চলেছে হরিয়ানার ঝাজ্জার এর কাছে। দিল্লির একটি অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অঞ্চল গুরুগ্রাম এর থেকে অনেকটাই কাছে। ইতিমধ্যেই ২২০ কেভির পাওয়ার সাবস্টেশন তৈরি হয়ে গেছে। এর পাশাপাশি জলের সংযোগ ও জলের ট্রিটমেন্ট প্লান্ট বসানোর কাজ চলছে।
ইতিমধ্যেই এই শহরের আধুনিক রাস্তা তৈরির কাজ সমাপ্ত হয়েছে। জানা যাচ্ছে এই শহরটি তৈরি করতে জাপানের চারটি সংস্থা কাজ করছে। সেগুলি হল- কোহডেন (CODEN), ডেনসো (DENSO), টি-সুজুকি (T-SUZUKI), প্যানেসনিক (PANASONIC)। এটি হতে পারে উত্তর ভারতের সবচেয়ে দ্রুতগতিতে বৃদ্ধি পাওয়া গ্রিনফিল্ড স্মার্ট সিটি।
এই শহরের কাছেই দিল্লি, গুরুগ্রাম ও নয়ডা। এছাড়াও এটি কুন্ডলি মানেশ্বর পালওয়াল (KUNDLI MANESHWAR PALWAL) এক্সপ্রেসওয়ের উপর অবস্থিত। এই শহরটির কাছেই রয়েছে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। খুব দ্রুত রেল পরিষেবাও দেখতে পাওয়া যাবে