ব্যাকলেস পোশাকে সেমলেস উড়ফি জাভেদ, যা দেখে রক্তবমি হল অমিতাভ বচ্চনের

সোশ্যাল মিডিয়ায় চর্চার কেন্দ্রবিন্দুতে থাকা এক অভিনেত্রী তথা ফ্যাশানিস্তা হলেন উরফি জাভেদ (Urfi Javed)। যিনি তাঁর কাটাছেঁড়া পোশাকের কারণে প্রায়ই উঠে আসে নেটদুনিয়ায় চর্চার মধ্যগগনে। সম্প্রতি আবারো এক ভিডিওর কারণে নেটদুনিয়ায় চর্চিত হলেন উরফি। যে ভিডিও দেখে রক্তবমি শুরু করে অমিতাভ বচ্চন (Amitabh Bachchan)। আর এই সব কর্মকাণ্ড দেখে হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা।
সাম্প্রতিক উরফির যে ভিডিওটি ভাইরাল হয়েছে সেই ভিডিওটি মূলত এডিট করে বানানো হয়েছে। যেখানে ভিডিওর প্রথমে দেখা যায় সালোয়ার কামিজ পড়ে মাথায় সাদা ওড়না দিয়ে দাঁড়িয়ে রয়েছে উরফি। তারপরেই সেই ভিডিওতে এডিট করে দেখানো হয় ‘সূর্যবংশম’ সিনেমার অমিতাভ বচ্চনের একটি ডায়লগ। যেখানে অমিতাভ বচ্চনকে বলতে শোনা যায়, “সংস্কারে এই মেয়েটি তোমার থেকেও বড়।”
আর তারপরেই এই ভিডিওতে যে মুহূর্তটি দেখানো হয় তা দেখে বমি করতে শুরু করে অমিতাভ বচ্চন। তার সাথে হেসে লুটোপুটি খান নেটজনতা। উপরোক্ত মুহূর্তটির পর এই ভিডিওটিতে দেখা যায় পিছন ঘুরেছে উরফি। আর পিছন ঘুরতেই দেখা গিয়েছে তার পিঠ খোলা। আর সেই দৃশ্য দেখেই ওই ভিডিওটিতে রক্তবমি করতে দেখা গেছে অমিতাভ বচ্চনকে।
এই মুহূর্ত প্রকাশ্যে আসতেই হুহু করে নেটদুনিয়ায় ভাইরাল হয় এই ভিডিও। যা দেখে হাসাহাসি শুরু করেন নেটজনতা। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে ইনস্টাগ্রামের ‘lakshu.5069’ অ্যাকাউন্ট থেকে। যার ক্যাপশনে লেখা রয়েছে, ‘সংস্কার’। সাম্প্রতিক সময়ে ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে এই ভিডিও। হেসে পাগল হচ্ছে নেটজনতা।