বিনোদন

Ankush-Oindrila: লুকিয়ে লুকিয়ে বিয়েটা সেরেই ফেললেন অঙ্কুশ-ঐন্দ্রিলা!

চারিদিকে একটিই গুঞ্জন ‘অঙ্কুশ ও ঐন্দ্রিলা’। কারণ দশকেরও বেশি একসঙ্গে রয়েছেন তারা। তারই মাঝে হঠাৎ করে অঙ্কুশের (Ankuah Hazra) একটি পোস্ট সকলকে দোটানায় ফেলে দেয়। প্রথমে নিজের টাইমলাইনে প্রেমিকা ঐন্দ্রিলার (Oindrila Sen) সঙ্গে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাওয়ার একটি ছবি পোস্ট করেছিলেন অঙ্কুশ। তবে তারই মাঝে হঠাৎ করেই দেখা যায় অঙ্কুশ একটি পোস্টের মাধ্যমে জানান, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানা নেই”।

এরপর শুরু হয় নানান গুঞ্জন। কারণ অঙ্কুশ ও ঐন্দ্রিলা জুটিকে একসঙ্গে দেখার ইচ্ছে সকলের। সাধারণ মানুষ থেকে সেলিব্রিটি সকলেই চিন্তায় পড়ে যান এই পোস্টের পর। তবে সবই কি ছিল ভনিতা। কারণ সম্প্রতি তাদের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। সেই ছবিতে দেখা গিয়েছে কনে সেজে বসে রয়েছেন ঐন্দ্রিলা। গায়ে লাল বেনারসি, কপালে সিঁদুর, মাথায় কনের মুকুট। অপরদিকে অঙ্কুশকে দেখা গিয়েছে ধুতি ও পাঞ্জাবিতে।

তবে কি চুপিসারে বিয়ে সেরে ফেললেন সেলিব্রিটি যুগল! বিষয়টি তেমন নয়। এই ছবি দেখে সকলেই অবাক। তবে চমকে যাওয়ার কোনো কারণ নেই। কারণ এটি আসল বিয়ে নয়। অভিনয় করতে গিয়ে এমন সাজ সাজতে হয়েছে তাদের৷ আর সেই সময়ে এই ছবিটি তোলা হয়৷ সামনেই আসতে চলেছে অঙ্কুশ ও ঐন্দ্রিলা অভিনীত ছবি ‘লাভ ম্যারেজ’।

গতকাল ১৪ই ফেব্রুয়ারি ছবির ট্রেলার মুক্তি পেয়েছে। অঙ্কুশ ও ঐন্দ্রিলা ছাড়াও ছবিতে রয়েছে রঞ্জিত মল্লিক, অপরাজিতা আঢ্য প্রমুখ। এই ছবির ট্রেলার মুক্তি পাওয়ার পর সকলের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে অঙ্কুশের সোশ্যাল মিডিয়ায় পোস্টের মূল কারণ। তিনি যে পেশাগত কারণের জন্য অমন পোস্ট করেছেন তা আর বুঝতে বাকি নেই। এবার ছবি মুক্তি পাওয়ার পালা।