বিনোদন

অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কে ভাঙন? ‘বিয়েটা হবে কিনা জানি না’, বললেন অভিনেতা নিজেই

টলি পাড়ার জনপ্রিয় জুটি বলতে প্রথমে নাম আসে অঙ্কুশ (Ankhsh Hazra) ও ঐন্দ্রিলা (Oindrila Sen)। কারণ তারা নিজেদের কখনও গোপন রাখেননি৷ বরাবরই প্রকাশ্যে একে অপরের ভালোবাসাকে স্বীকৃতি দিয়েছেন তারা। ঝগড়া, খুনসুটি, হাসাহাসির মধ্যে দিয়েই তাদের প্রেম আরও দীর্ঘস্থায়ী হয়েছে। এভাবেই দুজনে দু’জনের পাশে রয়েছে এক দশকেরও বেশি সময় ধরে। কেরিয়ার তৈরির শুরু থেকেই একে অপরের প্রেমে পড়েছেন তারা।

তাই এমন সম্পর্ককে এক দশকের বেশি সময় ধরে টিকিয়ে রাখাকে বাহবা দিতেই হয়। ঝগড়ায় লুকিয়ে তাদের প্রেম। আর সোশ্যাল মিডিয়ায় এভাবেই জনপ্রিয় এই জুটি। ধীরে ধীরে টলি পাড়ার অনেক তারকার বিয়ে হলেও অঙ্কুশ ও ঐন্দ্রিলার বিয়েটা এখনও হয়ে ওঠেনি। তাই এই জুটির বিয়ের জন্য বহু প্রতীক্ষায় তাদের ভক্তরা। একসঙ্গে এত দূর পথ চলা দু’টি মানুষের সম্পর্ক যাতে পরিণতি পায় সেই দিকে তাকিয়ে সকলে।

আর এরই মাঝে অঙ্কুশের এক অদ্ভুত সোশ্যাল মিডিয়া পোস্টে জল্পনা তুঙ্গে উঠেছে। তিনি একটি পোস্টে লিখেছেন, “কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না।” সম্প্রতি অঙ্কুশ নিজের সোশ্যাল হ্যান্ডেলে প্রিয়তমার সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা গিয়েছে একে অপরের ঠোঁটে ঠোঁট রেখেছেন। এই ছবিতে তিনি লেখেন, “এই ১৪ই ফেব্রুয়ারী আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনে এর থেকে বড় উপহার আর কীই বা হতে পারে। বাকিটা ব্যক্তিগত”।

প্রেম উদযাপনের দিনে অঙ্কুশের জন্মদিন এবং সেইদিনেই তাদের প্রেমের বর্ষপূর্তি। কিন্তু তার মাঝে অঙ্কুশের বিয়ে না হওয়ার পোস্ট যেনে সকলকে ভাবিয়ে তুলেছে। তবে কি অঙ্কুশ ও ঐন্দ্রিলার সম্পর্কের ইতি ঘটতে চলেছে! কিন্তু তারা দু’জনেই প্রেমে রয়েছেন তা স্বীকার করেছেন। অঙ্কুশের এই পোস্ট পেশাগত কোনো কারণে নাকি ব্যক্তিগত কোনো বিষয়ের উপর ভিত্তি করে তা স্পষ্ট নয়। অনেকে মনে করছেন আগামী ১৪ই ফেব্রুয়ারী তারা নিশ্চয়ই কোনো বড় খবর প্রকাশ্যে আনছেন, এটি তারই পূর্বাভাস মাত্র।

তবে এই পোস্টের কমেন্ট বক্সে নানান মন্তব্য উপচে পড়েছে। সকলেই তাদের জুটির এমন পরিণতি মেনে নিতে পারছেন না। সবমিলিয়ে পরিস্থিতি যে বেশ উত্তেজনার তা আর বলার অপেক্ষা রাখে না। তবে আসলে ঘটনাটি কি তা জানতে গেলে অপেক্ষা ছাড়া উপায় নেই।