বিনোদন

ঐন্দ্রিলাকে ছেড়ে শ্রাবন্তীর প্রেমে মজলেন অঙ্কুশ! সরাসরি বিয়ের প্রস্তাব দিলেন অভিনেতা!

আর কয়েক ঘণ্টার অপেক্ষা তারপরেই অর্থাৎ ১৪ই ফেব্রুয়ারি চারিদিকে ভরে উঠবে প্রেমের আবহ। প্রত্যেক বছরই ফেব্রুয়ারি মাসের এই বিশেষ দিনটির অপেক্ষায় থাকে সকল প্রেমিক-প্রেমিকা। সেরকমই ১৩ বছর আগে এই দিনে প্রেমালাপ হয়েছিল অঙ্কুশ-ঐন্দ্রিলা (Ankush-Aindrila)-র। এই বছরে পূর্ণ হবে তাদের ১৩ বছরের ভালোবাসা। তবে তার মাঝেই তাদের সম্পর্ক নিয়ে জল্পনা উঠেছে তুঙ্গে। এই সম্পর্কের পরিণতি নিয়ে প্রশ্ন জাগছে নেটবাসী এবং ইন্ডাস্ট্রির অন্দরমহলে।

বাংলা চলচ্চিত্র জগতের অঙ্কুশ-ঐন্দ্রিলা জুটির খুল্লাম খুল্লা ভালবাসা সকলেরই জানা। আসন্ন ১৪ ফেব্রুয়ারিতে তাদের ভালোবাসা ১৩ বছর পূর্ণ হবে। তবে তাদের এই ভালোবাসা কবে বৈবাহিক জীবনে পরিণতি পাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে নেটমহলে। তাঁদের অনুরাগীরা অনেকেই প্রশ্ন করেছেন তাঁরা কবে বিবাহ করবেন? তবে এই বিষয়ে অভিনেতা অঙ্কুশ গত শনিবার ঐন্দ্রিলার ঠোঁটে ঠোঁট রাখা একটি ছবি পোস্ট করে লেখেন, তাঁদের ভালোবাসা ১৩ বছর পূর্ণ হবে। তবে তাদের বিয়েটা বিশেষ কারণে হবে কিনা তা তার জানা নেই। অন্যদিকে, ঐন্দ্রিলা যে তার জীবনের একটা বড় উপহার তা তিনি সম্পর্কের গভীরতা দিয়ে বুঝিয়ে দিয়েছেন। আর তারপরেই অঙ্কুশের এই কথা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাদের নিয়ে আলোচনা ওঠে তুঙ্গে।

নেটবাসীর এই জল্পনাকে আরো একটু বাড়িয়ে দিতে অঙ্কুশ-ঐন্দ্রিলা বেশ কিছু ভিডিও পোস্ট করেন নেটদুনিয়ায়। যে ভিডিওতে দেখা যায় অঙ্কুশ-ঐন্দ্রিলাকে শ্রাবন্তী ফোন করে জিজ্ঞাসা করছে যে, কেন তাঁরা এখনো বিবাহ করছেন না? আর সেই প্রশ্নের উত্তরে অঙ্কুশ বলেন, তাঁর অবিবাহিত থাকায় শ্রাবন্তীর যদি এতই সমস্যা, তাহলে শ্রাবন্তী তাঁকে বিয়ে করে নিক। আর তারপরেই সেখান থেকে পালিয়ে যায় অঙ্কুশ।

তবে শুধু শ্রাবন্তী নয়, এই জুটিকে তাঁদের বিয়ে করার বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, বিক্রম চট্টোপাধ্যায়, তৃণা সাহা, সন্দীপ্তা সেন। তবে এই সবকিছুটাই যে একটা প্রচার চলছে তা বোঝা যাচ্ছে। তবে কিসের প্রচার তা বোঝা যাচ্ছে না। আর সেটা জানার জন্যই অপেক্ষা করতে হবে ১৪ই ফেব্রুয়ারি। অর্থাৎ এই সবকিছু রহস্যের অর্ন্তধান হবে আগামী ১৪ই ফেব্রুয়ারি।