এক নয় দুই সন্তানের মা নুসরত জাহান, প্রকাশ্যে এলো অভিনেত্রীর দ্বিতীয় সন্তানের ছবি

টলি পাড়ার এক বিতর্কিত অভিনেত্রী হচ্ছেন নুসরত জাহান (Nusrat Jahan)। অন্যদিকে যিনি একজন সাংসদও বটে। নুসরতের সন্তান জন্মগ্রহণের পরই তার বাবা কে সেই নিয়ে সোশ্যাল মিডিয়ার প্রচারে আসেন নুসরত। তাকে নিয়ে নানা রকম মন্তব্য করা হয়। তবে পরবর্তীতে নুসরতের সন্তানের বাবা যশ সে কথা স্বীকার করেন যশ এবং নুশরত। তবে সম্প্রতি জানা গিয়েছে নুসরতের আরো এক সন্তান রয়েছে। দ্বিতীয় সন্তান কে? এতদিন সে কোথায় ছিল তা জানিয়েছে নুসরত।
প্রসঙ্গত, নুসরতের সাথে নিখিল জৈনের বিচ্ছেদের পরে নতুন করে সম্পর্ক তৈরি করেন অভিনেত্রী নুসরত। আর সেই নতুন সম্পর্কে নুসরতের প্রেমিক হয়ে ওঠে যশ দাশগুপ্ত। পরবর্তীতে নুসরতের গর্ভে যশেরই সন্তান আছে বলে জানায় নুসরত। আর তারপর থেকেই নুসরতকে নিয়ে জলঘোলা হয় নেটমহলে। তবে সাম্প্রতিক সময়ে স্বামী পুত্রকে নিয়ে সুখে দিন কাটছে নুসরতের। তবে তার মাঝেই সম্প্রতি আরও এক সন্তানের কথা প্রকাশ্যে আনলেন নুসরত। তার ছবিও প্রকাশ করলেন অভিনেত্রী।
সম্প্রতি নেটদুনিয়ায় অভিনেত্রী নুসরত তার দ্বিতীয় সন্তানের এক ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, “ফ্যাম টাইম”। অন্যদিকে, হ্যাশট্যাগে লিখেছেন, “ডগমম”। অর্থাৎ হ্যাশট্যাগ দেখে বুঝতেই পারছেন নুসরত তাঁর দ্বিতীয় সন্তান হিসেবে চারপেয়ে পোষ্যর কথা বলেছেন। হ্যাঁ, নুসরতের এই দ্বিতীয় সন্তান হল যশ দাশগুপ্তের সারমেয়। যাকে নুসরত সন্তানের মতোই লালন পালন করে। এই প্রথম নয়, আগেও তার এই সন্তানের ছবি নেটদুনিয়ায় পোস্ট করেছে নুসরত।
তবে সাম্প্রতিক নুসরতের এই ছবি নিয়ে উত্তেজনা সৃষ্টি হয়েছে নেটমহলে। অন্যদিকে, কয়েকদিন আগে মিকা সিং-এর সাথে জড়িয়ে পড়ে নুসরত। নেটদুনিয়ায় নানারকম মন্তব্য ওঠেন নুসরতের নামে। কয়েক দিন আগেই বসিরহাটের এক অনুষ্ঠানে অতিথি হিসেবে আসেন গায়ক মিকা সিং। অন্যদিকে, বসিরহাটের সাংসদ হিসেবে সেখানে মিকা সিংকে স্বাগত জানান নুসরত। এমনকি মিকা সিং-এর সাথে সেখানে কোমর দোলাতেও দেখা যায় নুসরতকে। আর সেই নিয়েই রাজনৈতিক মহলে বিতর্কিত মন্তব্য ওঠে নুসরতকে নিয়ে। তবে অন্যদিকে পাল্টা জবাব দেন ঘাসফুল শিবির।