টেক নিউজনিউজ

Royel Enfield-কে টক্কর দিতে ভারতে ৪০০ সিসির বাইক লঞ্চ করতে চলেছে বাজাজ, ফিচার্স জানলে চমকে যাবেন

ভারতীয় বাজারে ৪ চাকার গাড়ির তুলনায়, ২ চাকার গাড়ির চাহিদা বেশি। সেই চাহিদার কথা মাথায় রেখেই ভারতীয় বাজারে প্রায়শই মোটর বাইকের নতুন মডেল লঞ্চ হয়। তেমনই একটি নতুন মডেল লঞ্চ হতে চলেছে‌। পুনরায় নিজের জায়গা দখল করতে বাজাজ লঞ্চ করতে চলেছে নতুন বাইক।

এক সময় বাজাজের বাইক ভারতীয় বাজারে রমরমিয়ে চলত। এরপর একের পর এক অত্যাধুনিক বাইক ভারতের লঞ্চ হতে থাকে। আর বাজাজ নিজের জায়গা ধরে রাখতে অসমাপ্ত হয়ে পড়ে। কিন্তু আবার নিজের জায়গা দখল করতে মাঠে নামতে চলেছে বাজাজ।

যুবসমাজের কাছে নিজের জায়গা পুনরায় দখল করতে চলেছে নতুন লুকের মাধ্যমে। অনেকেই মনে করছেন রয়েল এনফিল্ড এর সাথে টক্কর দেবে বাজাজ। ২০১৭ সালে হাত মিলিয়ে ছিল বাজাজ অটো (BAJAJ AUTO) ও ট্রায়াম্ফ মোটরসাইকেল (TRIUMPH MOTORCYCLE)। তারা মূলত যৌথভাবে ২ চাকার গাড়ি নির্মাণ করতে চেয়েছিল।

এই ঘটনার ৬ বছর পর অর্থাৎ ২০২৩ সালে আসতে চলেছে এই সংস্থা দুইটির যৌথ উদ্যোগে তৈরি প্রথম মোটরসাইকেল। জানা যাচ্ছে, ৫ ই জুলাই এই মোটরসাইকেল ভারতীয় বাজারে লঞ্চ হবে। এটি ট্রায়াম্ফ -এর সবচেয়ে সস্তা মডেল হতে চলেছে। এটি একটি ব্রিটিশ ব্র্যান্ড।‌

ইঞ্জিন:

এতে থাকবে ৩৫০ সিসি থেকে ৪০০ সিসির সিঙ্গেল সিলিন্ডার। জানা যাচ্ছে এতে লিকুইড কুল্ড ইঞ্জিন লাগানো হয়েছে। ২৫০ সিসি ও ৪০০ সিসির দুটি আলাদা ভেরিয়েন্ট লঞ্চ হতে পারে ভারতে। এতে ৩৫ থেকে ৪০ বি এইচ পি ক্ষমতা থাকতে পারে।

ডিজাইন:

এতে ডুয়েল চ্যানেল এবিএস, ডিস্ক‌‌ ব্রেক, রিয়ার মনোশক, ডুয়েল চ্যানেল ইত্যাদি থাকতে পারে। এই বাইকের সব জায়গায় এলইডি লাইট ব্যবহার করা হতে পারে।

ফিচার্স:

এছাড়াও এতে থাকবে স্লিপার ক্লাচ, এডজাস্টেবল লিভার, রাইট বাই ওয়ার ও বিভিন্ন রাইডিং মোড। এছাড়াও এতে স্পিড টুইন ৯০ -এর মতো আধুনিক ফিচারস থাকবে।

প্রসঙ্গত উল্লেখ্য, বাজাজ ও ট্রায়াম্ফের পার্টনারশিপে ভারতীয় বাজারে আসতে পারে ২০০ সিসি থেকে ৭০০ সিসির বিভিন্ন মোটরসাইকেল।‌ কেটিএম -এর সাথে দীর্ঘদিন কাজ করেছে বাজাজ। ফলে মাঝারি ওজনের মোটরসাইকেল তৈরির অভিজ্ঞতা তাদের রয়েছে। জানা যাচ্ছে ট্রায়াম্ফের ডিলারশিপ পরিচালনার দায়িত্ব রয়েছে বাজাজ এর উপর।‌ বর্তমানে ১৫ টি শোরুমে কাজ শুরু হবে। পরবর্তী সময়ে গিয়ে সেটি ১২০ টি শহরে বিস্তার করার কথা ভাবা হবে। এই গাড়ির সম্ভাব্য দাম হতে পারে ২ লক্ষ ২৫ হাজার টাকার মতো।