এবার থেকে মুর্শিদাবাদেও ছুটবে বন্দে ভারত মেট্রো! কবে থেকে চলবে?

রেলের ইতিহাসে এক অন্যতম মাত্রা যোগ করেছে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharata Express)। এই সেমি হাই স্পিডের ট্রেনটিকে দেশের কোনায় কোনায় চালু করার জন্য তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। শপথ নিয়েছে আগামী স্বাধীনতা দিবসের আগেই মোট ৭৫ টি বন্ধে ভারতে এক্সপ্রেস চালু করা হবে দেশজুড়ে। ইতিমধ্যে সূত্রের মাধ্যমে জানা গিয়েছে, দুটি ১৬ বগির বন্দে ভারত এক্সপ্রেস এবং ৮ বগির বন্দে ভারত মেট্রো চালু হতে চলেছে এই রাজ্যে। প্রয়োজন অনুযায়ী ঠিক কোন রুটে, কোন সময় ফোন বন্দে ভারত এক্সপ্রেস বা বন্দে ভারত মেট্রো চলবে তা নিয়ে পরিকল্পনা চলছে।
এখনো পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস ১৮টি রুটে চলাচল করা শুরু করেছে। এই ১৮ টি এক্সপ্রেসের মধ্যে আপাতত ৩ টি বন্দে ভারত বাংলা থেকে যাত্রা শুরু করেছে। এই ৩ টি হল –
হাওড়া-পুরী, নিউ জলপাইগুড়ি-গুয়াহাটি ওহাওড়া-নিউ জলপাইগুড়ি। এর পাশাপাশি হাওড়া-ভাগলপুর-হাওড়া ও হাওড়া-আজিমগঞ্জ-হাওড়া রুটে দুটি বন্দে ভারত চলবে। রবিবার ছাড়া বাকি ৬ দিন আজিমগঞ্জ-হাওড়ায় ৮ কোচের একটি বন্দে ভারত মেট্রোও চলবে।
এখনও অবধি জানা গেছে যে, সকাল ঠিক ৭:১৫ মিনিটে
আজিমগঞ্জ থেকে বন্দে ভারত এক্সপ্রেস ছাড়বে। এটি হাওড়া গিয়ে পৌঁছাতে পৌঁছাতে বাজবে সকাল ১১:২০। আবার এই ট্রেন হাওড়া থেকে সন্ধ্যা ৬:৫০ মিনিটে আজিমগঞ্জের উদ্দশ্যে রওনা দেবে। সেখানে পৌঁছতে সময় লাগবে রাত ১০ঃ৫৫। এর মধ্যে স্টপেজ পড়বে – নবদ্বীপ ধাম, সালার, ব্যান্ডেল, খাগড়াঘাটে, কাটোয়া ও অম্বিকা কালনা।
এরপর সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র, শনি ও রবিবার চলবে
ভাগলপুর হাওড়া বন্দে ভারত মেট্রো। এটি ভোর ৬:১৫ মিনিটে ভাগলপুর থেকে রওনা দেবে। তবে হাওড়া পৌঁছতে সময় লাগবে দুপুর ঠিক ১:৪৫। এর মধ্যে স্টপেজগুলি হল –
কাটোয়া, বারহাওড়া, কুরলা, নবদ্বীপ ধাম, ব্যান্ডেল, খাগড়াঘাট, জঙ্গিপুর, সাহেবগঞ্জ ও অম্বিকা কালনা।