বিনোদন

Mithai সিরিয়ালে নতুন টুইস্ট, মিষ্টি মেয়েকে নিয়ে ফিরছে মিঠাই! খুদের আসল পরিচয় জানলে অবাক হবেন

দীর্ঘ দুই বছর ধরে টেলিভিশনের পর্দায় সম্প্রচারিত হয়ে চলেছে ‘মিঠাই’। শুরু হওয়ার প্রথম দিন থেকে এই ধারাবাহিক সকলের মনে জায়গা করে নিয়েছে। টিআরপি তালিকায় প্রথমেই নাম থাকে এই ধারাবাহিকের। দীর্ঘ দিন হয়ে গেলেও টিআরপি তালিকা থেকে কেউ সরাতে পারেনি মিঠাইকে। সে তার জায়গায় অটল। তাই এই ধারাবাহিকের জনপ্রিয়তা যে গগনচুম্বী তা আর বলে দিতে হয় না।

তাই ধারাবাহিকের গল্পে মোড় ঘুরলে সকলেই সেই দিকে চেয়ে থাকেন। নতুন গল্পের মোড়কে মিঠাই ফুলেফেঁপে উঠেছে। যদিও ধারাবাহিকে মিঠাইকে দীর্ঘ দিন দেখা যাচ্ছে না। মোদক বাড়িতে মিঠাই নেই। সেই অসম্পূর্ণ জায়গা ভরাট করেছে মিঠি। তবে মিঠিকে সকলে গ্রহণ করতে পারেননি। দর্শকদের অনেকেই মিঠিকে নিয়ে খুশি নন, তারা চান আবার মিঠাই ফিরে আসুক।

আর এবারই আসল খুশির খবর কারণ সম্প্রতি ধারাবাহিকের প্রধান চরিত্র সৌমিতৃষা নিজের সোশ্যাল হ্যান্ডেলে একটি প্রোমো পোস্ট করে জানিয়েছেন, ধারাবাহিকে মিঠাই শীঘ্রই ফিরছে। আর এই নতুন প্রোমো সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গে তা ভাইরাল হয়েছে দুর্বার গতিতে। তবে মিঠাই একা নয়, সঙ্গে ফিরছে আরও একটি চরিত্র ‘মিষ্টি’।

নতুন প্রোমোতে দেখা গিয়েছে কোনো এক অন্ধকার জায়গায় গিয়ে আহত হন সিদ্ধার্থ। সেখানে হঠাৎই উপস্থিত হয় মিষ্টি। সিদ্ধার্থের মাথায় জল ঢেলে দেয় সে। তখনই হাতে লন্ঠন নিয়ে তাকে খুঁজতে খুঁজতে উপস্থিত হয় মিঠাই। পরনে তার সাধারণ কাপড়। সকলের মনে প্রশ্ন মিঠাই তবে কি আবার ফিরছে! মিঠাইয়ের সঙ্গে তবে মেয়েটি কে! এই গুঞ্জনে ছেয়ে গিয়েছে চারিদিক।

ধারাবাহিকের নতুন চরিত্র ‘মিষ্টি’ কে জানেন! তিনি হলেন অনুমেঘা কাহালি। তার বয়স মাত্র ৬ বছর। ৬ বছর হলেও সে টলি পাড়ায় বেশ পরিচিত। এর আগে তাকে দেখা গিয়েছে টেলিভিশনের পর্দায়।