আধার কার্ডে নিজের মনের মত ছবি আপডেট করতে চান? অবলম্বন করুন এই সহজ পদ্ধতি

সরকারি-বেসরকারি বিভিন্ন কাজের জন্যই আমাদের আইডেন্টিটি প্রুফ হিসেবে বিভিন্ন নথিপত্র লাগে। তবে সেই সব নথিপত্রের মধ্যে অতি গুরুত্বপূর্ণ এক নথিপত্র হলো আধার কার্ড। যা খুব ছোটো বয়স থেকেই প্রত্যেক জনসাধারণকে তৈরি করতে হয়। তবে কোনো ব্যক্তি যদি এই আধার কার্ড আপডেট করতে চান তা খুব সহজেই করা যায়। আজকের এই প্রতিবেদনে সেই আধার কার্ডের ছবি আপডেট কিভাবে করা যায় তারই বিবরণ নিম্নে আলোচনা করা হয়েছে।
আমাদের পরিচয় পত্র হিসেবে আধার কার্ড হল এক গুরুত্বপূর্ণ ডকুমেন্টস। যেখানে থাকে আমাদের ঠিকানা, ছবি, জন্মের তারিখ, নাম সহ ১২ ডিজিটের নম্বর। আধার কার্ডের এই ১২ ডিজিটের নম্বর খুবই গুরুত্বপূর্ণ। তবে অনেকেই রয়েছে এই আধার কার্ডের ছবি পরিবর্তন করতে চান। এমনও আছে অনেকের ছোটবেলায় আধার কার্ড হয়েছে তবে সেই মুখ আর এখনেফ মুখ তার পরিবর্তন হয়েছে তাই সেই ব্যক্তিরাও যদি তাদের এখনকার ছবি আধার কার্ডে আপডেট করতে চান তাও পারবেন। তবে কিভাবে? চলুন জেনে নেওয়া যাক।
আধার কার্ডের ছবি আপডেট করার জন্য যে উপায় অবলম্বন করতে হবে তা হল –
প্রথমে, সেই ব্যক্তিকে আধার কার্ডের
https://uidai.gov.in এই ওয়েবসাইটে যেতে হবে।
তারপর সেই ব্যক্তিকে তার পছন্দসই ভাষা বেছে নিয়ে আধার কার্ডের এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করতে হবে।
এরপর সেই এনরোলমেন্ট ফর্ম ডাউনলোড করে তা পূরণ করে যে বিষয়টি আপডেট করতে চান সেই বিষয়টি অর্থাৎ কোনো ব্যক্তি যদি ছবি আপডেট করতে চান তাহলে সেই ছবি ওই ফর্মে বসিয়ে তা আধার সেন্টারে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
তারপর এই ছবি আপডেট জন্য ১০০ টাকা জমা দিতে হবে সেই ব্যক্তিকে। পরবর্তীতে সেই ফর্ম জমা দেওয়ার পর সেই ব্যক্তিকে একটি আপডেট রিকোয়েস্ট নম্বরের নথিপত্র দেওয়া হবে। যেখানে লেখা থাকবে URN নম্বর। এই নথিপত্র দেওয়া মানে আপনার আবেদন অনুমোদিত হওয়া। তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হয়ে যাবে।
তবে আধার কার্ডের শুধু ছবি আপডেট নয়, আধার কার্ডের ঠিকানা বা নামের বানান ভুল ও আরো অন্যান্য কিছু আপডেট করতে হলে তা এই পদ্ধতিতে করতে হবে। তবে আপনার এই আধার কার্ডের আপডেট কতদূর এগিয়েছে তা জানার জন্য আপনি রিকুয়েস্ট নম্বর বা আপডেট রিকোয়েস্ট নম্বর দিয়ে অনলাইনে চেক করে জেনে নিতেও পারবেন।