নিউজ

বেড়ে গেল গরমের ছুটি, ঠিক কবে খুলবে স্কুল, দিনক্ষণ জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

স্কুলের গরমের ছুটি নিয়ে বড় খবর। ৫ই জুন অথবা ৭ই জুন নয়, স্কুল খুলবে ১৫ই জুন, এমনটাই জানালো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সূত্রের খবর জানা গিয়েছে, আরো বেশ কিছুদিন থাকবে তাপপ্রবাহ। আর সেই তাপপ্রবাহের আশঙ্কাতেই স্কুলে ছাত্র-ছাত্রীর কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই গরমের ছুটি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী জানান, তাপপ্রবাহ এখনো চলছে এবং মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট থেকে জানা গিয়েছে এই হিটওয়েভ আরও বেশ কিছুদিন থাকবে। আর সেই কথা মাথায় রেখেই বাচ্চাদের কথা ভেবে স্কুল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ১৫ই জুন বৃহস্পতিবার। শুধু সরকারি নয়, বেসসকারী স্কুলেও এই নিয়ম মানার কথা উল্লেখ করেছে মাননীয়া মুখ্যমন্ত্রী।

প্রসঙ্গত, প্রতিবছরের মতো এই বছরেও ২৪শে মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। কিন্তু হিটওয়েভ বেড়ে যাওয়ায় সেই ছুটি এগিয়ে নিয়ে আসা হয়। ২রা মে থেকে গরমের ছুটি দেওয়া হয়। তবে ছুটি পড়লেও স্কুল কবে খুলবে সেই বিষয়ে ধোঁয়াশায় ছিল মধ্যশিক্ষা পর্ষদ, প্রাথমিক শিক্ষা পর্ষদ।

তবে অবশেষে গতকাল সেই বিষয়ে বিজ্ঞপ্তি দিয়ে স্কুল খোলার কথা ঘোষণা করল স্কুল শিক্ষা দপ্তর। স্কুল শিক্ষা দপ্তর গতকাল জানিয়েছিল, ছুটির দিন যেহেতু এগিয়ে নিয়ে আসা হয়েছে তাই স্কুল খোলার দিনও এগিয়ে নিয়ে আসা হয়েছে। সেক্ষেত্রে মাধ্যমিক স্তরের স্কুলগুলি ২০২৩ সালের ৫ই জুন সোমবার এবং প্রাথমিক স্তরের স্কুলগুলি ৭ই জুন বুধবার খুলবে।

কিন্তু ২৪ ঘন্টা কাটতে না কাটতেই বদলে গেল সেই স্কুল খোলার তারিখ। হিটওয়েভ-এর কারনে ৫ই জুন এবং ৭ই জুন-এর পরিবর্তে ঠিক করা হলো ১৫ই জুন খুলবে সরকারি স্কুল। ফলসরূপ, আবারো বেশ কিছুদিন বাড়িতে থাকতে হবে স্কুল ছাত্র-ছাত্রীদের। বাড়িতে থেকেই তাদের পঠন-পাঠন করতে হবে।