২৫ বছরের বড় পাত্রের সঙ্গে গাঁটছড়া বাঁধতে চলেছে বাংলার জনপ্রিয় অভিনেত্রী!

টলি ইন্ডাস্ট্রির এক পরিচিত মুখ হল দেবলীনা দত্ত (Debolina Dutta)। যাঁকে প্রায়ই অভিনয় করতে দেখা যায় খলনায়িকার চরিত্রে। তবে সম্প্রতি এক কারণে সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন দেবলীনা দত্ত। শোনা যাচ্ছে স্বামী তথাগত মুখার্জিকে ছেড়ে ২৫ বছরের বেশি বয়সী এক ব্যক্তির সাথে দ্বিতীয়বার বিয়ে করতে চলেছেন দেবলীনা দত্ত। সত্যি কি তাই?
নতুন বছরে একের পর এক বিয়ে লেগে রয়েছে টলিপাড়ায়। নতুন জীবন শুরু করছেন একের পর এক সুপারস্টাররা। আর সেই তালিকায় উঠে এলো এবার দেবলীনা দত্ত। বয়স যে একটা সংখ্যা মাত্র আবারো প্রমাণ করতে চলেছেন দেবলীনা দত্ত। তাঁর বয়সের তুলনায় ২৫ বছরের বড় এক ব্যক্তির সাথে দ্বিতীয়বার গাঁটছড়া বাঁধতে চলেছেন দেবলীনা। কেন? হঠাৎ করেই তথাগত মুখার্জিকে ছেড়ে ২৫ বছর বয়সের ব্যক্তিকে কেন বিয়ে করতে চলেছেন দেবলীনা?
জানা গিয়েছে, দেবলীনা দত্ত দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন রিল লাইফে। খুব শীঘ্রই আসতে চলেছে দেবলীনা দত্তের এক ছবি। যার শুটিং পর্ব ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে। খুব শীঘ্রই ওটিটি প্লাটফর্মে মুক্তি পাবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে এই ছবির প্রথম দৃশ্য। ছবির নাম ‘ম্যারেজ অ্যানিভার্সারি’।
মূলত, এই ছবিতে দেখানো হবে অসমবয়স্ক দম্পতির বৈবাহিক জীবনের গল্প। যেখানে দুই কেন্দ্রীয় চরিত্র অরুনাভ এবং বিপাশার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে দেবলীনা এবং সুজয় নীল মুখার্জিকে। জানা গিয়েছে, বাস্তবে দম্পতিদের বাইরে থেকে যেমন ভীষণ খুশি দেখায় কিন্তু ভিতরে অন্য গল্প থাকে, তেমন বিপাশা-অরুনাভর মধ্যেও সেই দৃশ্য দেখা যাবে। তবে সম্পর্কের পরিণতিতে রয়েছে দুর্দান্ত চমক। এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে দেবলীনা, সুজয় নীল মুখার্জি, ইন্দ্রানী ঘোষ, শ্রী রতন ঝাওয়ার, ডঃ সুজয় মুখার্জী ও আরো অনেকে।