নিউজটেক নিউজ

আঁধার কার্ডের বয়স ১০ বছর পার হলেই বিপদ! আজই করুন এই কাজ

পরিচয় পত্র হিসেবে জনসাধারণের এক গুরুত্বপূর্ণ নথিপত্র হলো আধার কার্ড। যা ঠিকঠাক সময় আপডেট না করলে হতে পারে বাতিল, এমনটাই জানিয়েছে UIDAI। জানা গিয়েছে, কোনো ব্যক্তির আধার কার্ডের বয়স যদি 10 বছর পেরিয়ে যায়।ষ তাহলে সেই ব্যক্তির আধার কার্ড বাতিল হয়ে যেতে পারে। ইতিমধ্যে অনেকেরই আধার কার্ড বাতিল করেছে UIDAI। তাই আধার কার্ডের E-KYC আপডেট বা আধার আপডেট করা বাধ্যতামূলক 10 বছরের বেশি আধার কার্ডের বয়স হয়ে যাওয়া ব্যক্তিদের।

সম্প্রতি আধার কার্ডের E-KYC আপডেট করার কথা বলেছেন UIDAI -এর NCR গাজিয়াবাদ আধার সার্ভিস সেন্টারের ইন চার্জ নিসু শুক্লা। তিনি জানিয়েছেন, গাজিয়াবাদের যেসব ব্যক্তিদের আধার কার্ড 10 বছরের বেশি হয়ে গেছে তাদের ই-কেওয়াইসি আপডেট করানো উচিত। তবে শুধু গজিয়াবাদ নয়, দেশের যেকোনো জায়গার ব্যক্তিদের জন্যই এই নিয়ম কার্যকরী হয়েছে। তাই দেরি না করে ঝটপট বাড়ির কাছাকাছি আধার সেবা কেন্দ্রে গিয়ে করিয়ে নিন আপডেট।

অন্যদিকে, UIDAI জানিয়েছেন, সরকারি সুবিধা পেতে গেলে প্রয়োজন আধার কার্ডের নম্বর বা এনরোলমেন্টের স্লিপ। যদি আধার কার্ড নম্বর বা এনরোলমেন্ট স্লিপ না থাকে তাহলে সেইসব ব্যক্তিরা সরকারি কোনো সুবিধা পাবে না বলেই জানিয়েছে UIDAI। ফলে সরকারি সুবিধা পেতে গেলে সমস্যা হতে পারে সেই সব ব্যক্তিদের। এমনটাই কেন্দ্রীয় তরফে জানানো হয়েছিল সমস্ত রাজ্যে।

ফলস্বরূপ, প্রত্যেক ব্যক্তিরই আধার কার্ড করানো উচিত অথবা যেসব ব্যক্তিদের আধার কার্ডের বয়স অনেক বেশি হয়ে গেছে সেইসব ব্যক্তিদের আধার কার্ডে ই-কেওয়াইসি আপডেট করা উচিত। তবে এই আধার কার্ড আপডেট করতে গেলে খরচ হয় মাত্র ৫০ টাকা। যা আপনার বাড়ির কাছাকাছি আধার সেবা কেন্দ্রে গেবে ২-৩ মিনিটের মধ্যেই হয়ে যাবে। তবে আধার কার্ড আপডেট করতে হলে ব্যক্তিকে নিয়ে যেতে হবে পুরোনো ডকুমেন্টস। বর্তমান সময়ে অনেকেরই আধার কার্ডে অ্যাড্রেস বা ফোন নম্বর অ্যাড করা নেই। তাই দেরি না করে ঝটপট আধার সেবা কেন্দ্রে গিয়ে করিয়ে নিন ই-কেয়াইসে আপডেট। আর সমস্যায় পড়তে হবে না সেই সব ব্যক্তিদের।