টেক নিউজনিউজ

Earn From Mobile Game: মোবাইলে গেম খেলে ১০ লক্ষ টাকা ইনকাম!

বর্তমান প্রজন্মের কাছে বিনোদন জগতের এক অন্যতম বিষয় হয়ে উঠেছে গেম। দিন-রাত সবসময়ই গেমের প্রতি আকৃষ্ট হতে দেখা যাচ্ছে বর্তমান প্রজন্মের ছেলে-মেয়েদের। যা দেখে ক্ষুব্ধ হচ্ছে অভিভাবক-অভিভাবিকারা। তবে সাম্প্রতিক সময়ে এই গেম আর বিনোদন জগত সীমাবদ্ধ নেই, ক্যারিয়ারের ক্ষেত্রেও বর্তমান প্রজন্মকে দিশা দেখাচ্ছে।

সাম্প্রতিক মোবাইল ব্র্যান্ড iQOO দুর্দান্ত সুযোগ নিয়ে এলো বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের জন্য। ইতিমধ্যে এই ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এক বিজ্ঞপ্তি। যে বিজ্ঞপ্তিতে এই সংস্থা জানিয়েছে ভারতীয় শাখার জন্য তারা চিফ গেমিং অফিসার বা CGO পদে নিয়োগ করতে চাইছেন। চুক্তিভিত্তিক ৬ মাসের জন্য নিয়োগ করা হবে এই পদে। ৬ মাসের এই কাজের ভিত্তিতে নিয়োগ প্রার্থীকে দেওয়া হবে ১০ লক্ষ টাকা।

আগ্রহী প্রার্থীদের ১৮ থেকে ২৫ বছর বয়স হতে হবে। তার সাথে অবশ্যই প্রার্থীকে ভারতীয় নাগরিক হতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের বিজ্ঞপ্তি অনুযায়ী অনলাইনে করা যাবে আবেদন। তবে তার জন্য রেজিস্ট্রেশন ফর্ম ফিলাপ করতে হবে এবং তারপর প্রার্থীর স্ক্রিনিং হবে। ওই সময়েই প্রার্থীর আবেদন গ্রহণ করা হবে। পরবর্তীতে CGO পদে নিয়োগের জন্য প্রার্থীকে গেমিং রাউন্ড এবং অডিশন দিতে হবে।

মনোনীত প্রার্থীকে গেমপ্লে, গেমিং স্টাইল, প্রেজেন্টেশন এই সবকিছু নিয়ে কাজ করার পাশাপাশি সেরা গেমারদের সাথে কথা বলতে হবে। তবে সেই বিষয়ে প্রার্থীকে সাহায্য করবে iQOO-এর পেশাদাররাও।

বর্তমানে মোবাইল ফোন কেনার ক্ষেত্রেও ফোনে গেমিং-এর বিষয়টি কতটা সাবলীল তার ওপর বেশ জোর দিচ্ছে ক্রেতারা। ফলে সেই পারফরম্যান্স প্রতিযোগীর তুলনায় উন্নতমানের রাখতে তারা একাধিক টেস্টিং-এর ব্যবস্থা করছেন। যেমন গেম খেলার পর ফোন কতটা ঠিকঠাক চলছে তা দেখা তার সাথে কোম্পানির নিজস্ব গেম নিয়ে প্রয়োজনীয় পরামর্শ দানের বিষয়টিও রয়েছে। আর এই সব বিষয়ে যাচাইয়ের জন্যই iQOO চিফ গেমিং অফিসার নিয়োগ করতে চাইছেন।