2023-এ শুরু করুন এই ব্যবসা, পকেটে ঢুকবে লাখ লাখ টাকা!

অতিমারি করোনার আবহে ব্যবসার মুখ দেখেনি বহু মানুষ। এছাড়া এই করোনার কারণে কাজ ছাড়া হয়েছে অনেকেই। তবে সাম্প্রতিক সময়ে করোনা মুক্ত পরিস্থিতিতে আশার আলো দেখছে সকলে। আর এই সময়েই নতুন ব্যবসা করার কথা ভাবছেন অনেকে। তাই তাদের কথা ভেবেই আজকের এই প্রতিবেদনে জানানো হবে এক দুর্দান্ত লাভজনক ব্যবসা। যা ১ বছরের মধ্যেই আপনাকে সোনায় সোহাগা করে দেবে। চলুন সেই ব্যবসা সম্পর্কে জেনে নেওয়া যাক।
আজকের এই প্রতিবেদনে যে ব্যবসার কথা বলা হচ্ছে সেই ব্যবসার পথ দেখাচ্ছে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামের এক চাষি। মূলত, বর্ষার পরেই এই ব্যবসা করা হয়। যার ফলে ফলন বেশ ভালই হয়। বিশেষত সেপ্টেম্বর’অক্টোবর মাসেই শুরু করা হয় এই ব্যবসা। এই ব্যবসার নাম হল আপেল কুল চাষের ব্যবসা। যকর বেশ ভালোই চাহিদা রয়েছে বলে জানিয়েছে হরিহরপাড়া থানার শ্রীপুর গ্রামের ওই চাষি।
আপেল কুল চাষের এই ব্যবসায় খুব বেশি পুঁজির দরকার হয় না। শুধু ভালো মানের আপেল কুলের চারা কিনতেই যা পুঁজি লাগবে। এছাড়া লাগবে উর্বর ও অনুর্বর মাটি। তাহলে সেই ব্যবসায়ে আর বেশি পরিশ্রম করতে হবে না। তবে বিঘা প্রতি ২০০ টিরও বেশি ১০ ফুট বাই ১০ ফুট ছাড় দিয়ে গাছ লাগানো সম্ভব হবে। আর সেই গাছ ঠিকঠাক পরিচর্যা করলে ১০ মাসের মধ্যেই পরিপক্ক হয়ে উঠবে। যা ১ বছরে মধ্যে গাছে ফুল এসে তা ফল দিতে শুরু করবে। এইভাবে ঠিকঠাক পরিচর্যা করলে প্রায় ১০ বছর ফল দেবে সেই গাছগুলি। যা বিক্রি করে আয় করা যাবে ভালো পরিমাণ টাকা।
জানা গিয়েছে, প্রতি বিঘায় আপেল কুল ফল উৎপন্ন হয় প্রায় ৬০ থেকে ৭০ কেজি। যা পাইকারি বাজারে বিক্রি করা হয় ৭০ টাকা কেজি দরে। ফলে কোনো ব্যক্তি যদি ৬০ থেকে ৭০ কেজি এই ফল বিক্রি করে তা থেকে বেশ ভালো টাকা আয় করতে পারবে সেই ব্যক্তি। তাই দেরি না করে এই ব্যবসা শুরু করার পরিকল্পনা করে নিন। মাস শেষে আয় করতে পারবেন লাখ লাখ টাকা।