
বর্তমানে যা দিনকাল পড়েছে তাতে একার পক্ষে সব দিক সামলানো সংসার চালানোটা বেশ কষ্টকর হয়ে উঠছে সাধারণ মধ্যবিত্ত পরিবারগুলির জন্য। তাই নিম্নবিত্ত পরিবারের মানুষ থেকে শুরু করে সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো সকলেই চেষ্টা করছেন কিভাবে উপার্জন বাড়ানো যায়। অনেকেই চাকরির পাশাপাশি ব্যবসা শুরু করতে চাইছেন। আবার অনেকে চাকরি না পেয়ে ঝুঁকছেন ব্যবসার দিকে।
তবে বাঙ্গালীদের মনের মধ্যে ব্যবসা নিয়ে একটি আতঙ্ক সর্বদাই রয়ে গেছে। তার কারণ ব্যবসায়ে লাগে প্রচুর পরিমাণ মূলধন। অনেক টাকা বিনিয়োগ করে সে ব্যবসা যদি সফলভাবে দাঁড় করাতে না পারেন, তবে দুঃখের আর শেষ থাকে না। আজকের এই প্রতিবেদনে তাই শেয়ার করব একটি দুর্দান্ত ব্যবসার কথা যা, অল্প টাকাতেই শুরু করা যায়। এই ব্যবসার হাত ধরেই আপনি হয়ে উঠবেন বিরাট লাভবান।
রঙিন মাছ দেখতে ভীষণই ভালো লাগে। আর এই রঙিন মাছকে কেন্দ্র করেই হবে আপনার রঙিন ব্যবসা। আজকাল ঘরে অনেকেই অ্যাকোরিয়াম রাখেন। যারা মাছ পুষতে ভালোবাসেন তারা তো অবশ্যই অ্যাকোরিয়াম রাখেন। আবার অনেকে ঘরের শ্রীবৃদ্ধি বাড়ানোর জন্য অ্যাকোরিয়ামে মাছ রাখেন। আর এই সব রকম মাছের মধ্যে সবথেকে আকর্ষণীয় হলো গোল্ডফিশ বা সোনালি মাছ। ১০ জনের মধ্যে ৭ জনই পছন্দ করেন এই গোল্ডফিশ এবং বেশিরভাগ বাড়িতে অ্যাকোরিয়ামে অন্য মাছ না থাক, গোল্ডফিশ অবশ্যই থাকবে। আপনারা এই গোল্ড ফিসের ব্যবসা শুরু করতে পারেন।
গোল্ড ফিস চাষের জন্য আপনার মোটামুটি ৫০০০০ টাকা থাকলেই হবে বা আপনি যদি আরেকটু বড় করে ব্যবসাটি করতে চান তবে ১ লাখ টাকার মধ্যেই হয়ে যাবে। প্রথমে আপনাকে আপনার উঠোনে দু চারটি চৌবাচ্চা করে নিতে হবে। যার জন্য খরচ করতে পারে ২০ হাজার টাকা মতো। এরপর মাছ কিনতে হবে। ছেলে মাছ এক শতাংশ হলে মেয়ে মাছ রাখতে হবে ৪ শতাংশ। তারপর চাষের প্রয়োজনীয় পাম্প, অক্সিজেন, পাইপ ইত্যাদি কিনে রাখতে হবে। এগুলোতে খরচ হবে প্রায় ১০ হাজার টাকা মতো। তারপর চাষ শুরু করতে পারবেন। মোটামুটি ছয় মাস পর থেকেই নতুন মাছ জন্মানা শুরু করবে।
বর্তমান বাজারে এক একটি গোল্ডফিশের দাম ২০০ টাকা করে। এবার আপনি যদি মাসে ১০০ পিস গোল্ডফিশ বিক্রি করতে পারেন, তবে আপনার মাসিক আয় হবে ২০ হাজার টাকা। এইভাবে আপনি যত বেশি চাষ করবেন, ততবেশি মাছ বিক্রি করতে পারবেন এবং সেই অনুপাতে আপনি উপার্জন বাড়াতে পারবেন।