ভারতীয় হয়েও পাসপোর্ট ছাড়া ঢুকতেই পারবেন না ভারতের এই রাজ্যে

পড়াশোনা করে বড় হয়ে চাকরি করার ইচ্ছা কম-বেশি সকল ছাত্র-ছাত্রীর থাকে। তবে অনেকে মেধার জোরে নিজেদের সেই স্বপ্ন পূরণ করতে পারে। আবার অনেকে ব্যবসা বা অন্য কোনো কাজে যুক্ত হয়। তবে চাকরির প্রতি টান কম-বেশি সকলেরই রয়েছে। তার জন্য অনেকে জোর কদমে প্রস্তুতিও নেয়।
তবে এই প্রতিযোগিতামূলক পরীক্ষায় লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে উত্তীর্ণ হতে হয়। তবে এই চাকরিতে নিযুক্ত হওয়া যায়। এক্ষেত্রে অনেকেই লিখিত পরীক্ষায় পাশ করে ইন্টারভিউয়ে ঠিক ঠাক কোয়ালিফাই না করায় নিযুক্ত হতে পারে না। ফলে অনেকেরই প্রশ্ন থাকে যে ইন্টারভিউ পার্টে কি রকম ধরনের প্রশ্ন করা হয়?
মূলত, ইন্টারভিউয়ে বুদ্ধির যাচাই করন করা হয়। এক্ষেত্রে সাধারণ জ্ঞান, কারেন্ট অ্যাফেয়ার্স এবং দৈনন্দিন জীবনে ঘটা এমন কিছু প্রশ্ন তুলে ধরা হয় প্রার্থীদের কাছে। তবে এইসব প্রশ্নের মাঝে তারা কিছু ধাঁধার মতো প্রশ্ন করে। যার উত্তর দিতে হয় ঠান্ডা মাথায়। আজকের প্রতিবেদনে সেরকমই বেশ কিছু প্রশ্ন সহ উত্তর তুলে ধরা হয়েছে। যা প্রার্থীদের জন্য খুবই উপকারী। চলুন জেনে নেওয়া যাক সেইসব প্রশ্ন সহ উত্তরগুলি।
১) প্রশ্ন – ভারতের প্রবেশদ্বার কোন শহরকে বলা হয়?
উত্তর – মুম্বাই।
২) প্রশ্ন – ভারতের জাতীয় জলচর প্রাণীর নাম কি?
উত্তর – ডলফিন।
৩) প্রশ্ন – পশ্চিমবঙ্গে মোট কতগুলি মহাকুমা আছে?
উত্তর – ১১৭টি।
৪) প্রশ্ন – রবীন্দ্রনাথ ঠাকুর কোন প্রতিষ্ঠান নির্মিত করেছেন?
উত্তর – বিশ্বভারতী।
৫) প্রশ্ন – কত সালে ভারত-চীন যুদ্ধ হয়েছিল?
উত্তর – ১৯৬২ সালে।
৬) প্রশ্ন – বাংলার মুকুটহীন রাজা কাকে বলা হয়?
উত্তর – সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে।
৭) প্রশ্ন – কোন খেলার সাথে নেহেরু কাপ যুক্ত?
উত্তর – ফুটবল।
৮) প্রশ্ন – ভারতের কোন রাজ্যে প্রথম সূর্য উদিত হয়?
উত্তর – অরুণাচল প্রদেশ।
৯) প্রশ্ন – হিমাচল প্রদেশের দ্বিতীয় রাজধানী কোনটি?
উত্তর – ধর্মশালা।
১০) প্রশ্ন – ভারতীয় বিমান বাহিনীতে সর্বোচ্চ পদ কোনটি?
উত্তর – এয়ার চিফ মার্শাল।
১১) প্রশ্ন – কোন যন্ত্র দিয়ে রক্তচাপ মাপা হয়?
উত্তর – স্ফিগমোম্যানোমিটার।
১২) প্রশ্ন – ভারতের কোন রাজ্যে যেতে হলে পাসপোর্ট দরকার হয়?
উত্তর – নাগাল্যান্ড।
১৩) প্রশ্ন – সার্ক কোন দেশগুলির সংগঠন?
উত্তর – দক্ষিণ এশিয়ার দেশ।
১৪) প্রশ্ন – মানুষ প্রথম কোন ধাতু ব্যবহার করেছিল?
উত্তর – তামা।
১৫) প্রশ্ন – কোন বিদ্যার হাত ধরে মানচিত্র অঙ্কন শুরু হয়?
উত্তর – গণিতবিদ্যা।