
দেশ তথা বাবা-মায়ের গর্ব হলেন অসমের ডিজিপির কন্যা ঐশ্বর্য সিং। সম্প্রতি আইপিএস অফিসার পদে নিযুক্ত হয়ে বাবাকে স্যালুটের মাধ্যমে শ্রদ্ধা জানালেন মেয়ে। অন্যদিকে, বাবাও মেয়েকে স্যালুট জানালেন। আর এই ভিডিওই ভাইরাল হয়েছেন নেটদুনিয়ায়। যা দেখে হতবাক হয়েছে সকল নেটজনতা। আনন্দে আত্মহারা হয়েছে ঐশ্বর্যের বাবা-মা।
প্রত্যেক বাবা-মা প্রত্যেক ছেলে-মেয়ের প্রতি তখনই গর্বিত হয় যখন তাদের সন্তানরা ভালো কিছু করে। প্রত্যেক বাবা-মা চায় তাদের সন্তানরা বড় হয়ে প্রতিষ্ঠিত হোক। তবে সবার ভাগ্যে সেই আনন্দ জোটে না। তবে সম্প্রতি সেই ভাগ্য হয়েছে অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র সিং-এর। অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র সিং নিজেই সেই দৃশ্য সকলের সাথে ভাগ করে নেন। যা দেখে মুগ্ধ হওয়ার পাশাপাশি হতবাক হয়েছে সকল নেটজনতা।
সম্প্রতি নেটদুনিয়ায় বাবা-মেয়ের স্যালুট জানানোর এই দৃশ্য পোস্ট করেন অসমের ডিজিপি জ্ঞানেন্দ্র সিং। এই ছবিটিতে যে দুই ব্যক্তিকে একে অপরকে স্যালুট জানাতে দেখা যাচ্ছে সেই দুই ব্যক্তি হলেন জ্ঞানেন্দ্র সিং এবং তার মেয়ে ঐশ্বর্য্য সিং। এই দৃশ্যটি নেটদুনিয়ায় পোস্ট করে জ্ঞানেন্দ্র সিং শিরোনামে লেখেন, আমি বাক্যহারা। মেয়ের থেকে স্যালুট পেলাম। এদিনই সে আইপিএস হয়েছে।
Words fail me. Received the salute from daughter @aishwarya_ips as she passed out of @svpnpahyd today. Picture courtesy @lrbishnoiips pic.twitter.com/aeHoj9msYG
— GP Singh (@gpsinghips) February 11, 2023
সূত্র মারফতে জানা গিয়েছে, সম্প্রতি সর্দার বল্লভ ভাই প্যাটেলের জাতীয় পুলিশ অ্যাকাডেমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আইপিএস অফিসার হয়েছেন ঐশ্বর্য সিং। অন্যদিকে, এই ফেব্রুয়ারি মাসেই অসমের ডিজিপি হয়েছেন জ্ঞানেন্দ্র সিং। পূর্বে হিমন্ত বিশ্ব শর্মার রাজ্যের আইন-শৃঙ্খলা বিভাগের ডিজিপি ছিলেন জ্ঞানেন্দ্র সিং। তবে সম্প্রতি জ্ঞানেন্দ্র সিং-এর কন্যা আইপিএস অফিসার হওয়ায় বাবাকে সম্মান প্রদর্শন করেন স্যালুটের মাধ্যমে। বাবাও মেয়েকে স্যালুটের মাধ্যমে সম্মান জানান। আর সেটাই ভাইরাল হয় নেটদুনিয়ায়। তবে শুধু ছবি নয়, এই স্যালুট জানানোর ভিডিও ভাইরাল হয় নেটজগতে। যা দেখে নেটজনতা বলেন, এর থেকে আর সুন্দর কিছু হয় না। অর্থাৎ এই দৃশ্য বাবা-মেয়ে উভয়ের কাছেই সুন্দর। সুন্দর পৃথিবীর সকল বাবা-মায়ের কাছে।