
সাম্প্রতিক সময়ে সবকিছু খবর জানার এক অন্যতম মাধ্যম হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ্যে আসে বিভিন্ন ধরনের ঘটনা। তবে সব ঘটনাই যে সত্য হয় তা কিন্তু নয়। তবে বর্তমানে একটি সরকারি প্রকল্পের ভিডিও ঘুরে বেড়াচ্ছে youtube চ্যানেলে। যে ভিডিওর মাধ্যমে জানানো হচ্ছে কেন্দ্র সরকার মহিলাদের জন্য এক প্রকল্প চালু করেছে। যার মাধ্যমে মহিলারা সরকার তরফ থেকে প্রতি মাসে ৫,১০০ করে টাকা পাচ্ছেন। তবে সত্যিই কি তাই? প্রকাশ্যে এলো ভিডিওর সত্যতা।
মহিলাদের স্বাবলম্বী করে তোলার জন্য আর্থিক দিক থেকে নানাভাবে সাহায্য করে কেন্দ্র সরকার। তার জন্য বিভিন্ন প্রকল্প চালু করেন। আর সেইসব খবর বিস্তারিত জানতে বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ার অন্যতম প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলের দ্বারস্থ হন। যে চ্যানেলে বিভিন্ন বিষয়ে ভিডিও করে ইউটিউবাররা ইউটিউবে পোস্ট করেন।
সেরকমই NITI GYAN 4 U YouTube চ্যানেলে কেন্দ্র সরকারের এক প্রকল্প বিষয়ে জানানো হয়েছে। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে জানানো হয়েছে যে, কেন্দ্র সরকার মহিলাদের জন্য এক বিশেষ প্রকল্প চালু করেছে। যার নাম ‘শ্রমিক সম্মান যোজনা’। যে প্রকল্পের মাধ্যমে মহিলারা প্রতি মাসে ৫,১০০ করে টাকা পাচ্ছেন। তবে যদি এই সুবিধা পেতে চান তাহলে এই প্রকল্পের সত্যতা জেনে নিন।
তবে সাম্প্রতিক PIB ফ্যাক্ট চেকের মাধ্যমে জানা গেছে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ঘটনা পুরোটাই ভুয়ো। কেন্দ্র সরকার এই ‘শ্রমিক সম্মান যোজনা’ নামক কোনো প্রকল্প চালাচ্ছে না। প্রেস ইনফরমেশন ব্যুরো টুইটার হ্যান্ডেলে এই বিষয়ে তথ্য দিয়ে জানিয়েছেন, এই বিষয়টি পুরোটাই মিথ্যা। এই সরকারি স্কিম প্রতারণার ফাঁদ হতে পারে বলে জানিয়েছেন পিআইবি।
প্রসঙ্গত, এই ধরনের ঘটনা পূর্বেও বহুবার হয়েছে। যা পরবর্তীতে মিথ্যা বলে জানা গিয়েছে। মূলত প্রতারকরা জনসাধারণকে এই সরকারি স্কিমের নামে ভুয়ো খবরের সাথে একটি করে লিঙ্ক পাঠায়। যে লিঙ্কে ক্লিক করলেই বিপদে পড়তে হয় গ্রাহকদের। প্রতারকরা এই লিঙ্কের মাধ্যমে গ্রাহকদের সমস্ত তথ্য চুরি করে নেয়। তাই কোনো লিঙ্ক বা কোনো কিছু বিষয় সত্যি কিনা তা জানতে পিআইবি ফ্যাক্ট অনুসরণ করুন। যার মাধ্যমে আপনি জানতে পারবেন সে বিষয়টি সত্য কি মিথ্যা।