অফবিট

বিনামূল্যে ভ্রমণের সুযোগ দিচ্ছে ফিনল্যান্ড, হাতছাড়া না করে ঘুরে আসুন এই সুখী দেশ থেকে

পৃথিবীর কম-বেশি সব জায়গাতেই সুখের চেয়ে দুঃখই বেশি দেখা যায়। প্রতিনিয়ত কোথাও না কোথাও চলছে একে অপরের সাথে লড়াই, দাঙ্গা, অশান্তি। তাই মানুষ এই কোলাহল, দাঙ্গা-লড়াই থেকে মুক্তি পেয়ে শান্ত বিরাজমান জায়গায় থাকতে চায়। কিন্তু এমন কোনো জায়গা কি রয়েছে এই পৃথিবীতে? হ্যাঁ, এই পৃথিবীতে রয়েছে এক সুখী দেশ। যে দেশ নিম্ন আয়ের বৈষম্য, উচ্চ সামাজিক সহায়তা, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা এবং কম দুর্নীতির কারণে হ্যাপিনেস রিপোর্ট অনুযায়ী টানা 6 বছর সুখী দেশ হিসেবে অভিহিত হয়েছে। সেই দেশের নাম ফিনল্যান্ড (Finland)।

কোনো ব্যক্তি যদি জীবনে সুখ আনতে চান তাহলে এই দেশে গিয়ে ঘুরে আসতে পারেন। বিনামূল্যে যাওয়ার সুযোগ রয়েছে এই ফিনল্যান্ডে। ২০২৩ সালের জুন মাসে পর্যটকরা বিনামূল্যে ফিনল্যান্ড ভ্রমণের সুযোগ পাচ্ছে। ফিনল্যান্ড দেশ ১০ জন ভাগ্যবান প্রতিযোগীকে তাদের এই দেশ ভ্রমণের সুযোগ দিচ্ছে। কিভাবে? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

সাম্প্রতিক দেশ পর্যটন বিভাগ ঘোষণা করেছে, জুন মাসে ফিনিশ লেকল্যান্ডের কুরু রিসর্টে চার দিনের ভ্রমণের জন্য ১০ জন প্রতিযোগীকে বেছে নেওয়া হবে। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, ফিনল্যান্ডের লেকল্যাণ্ড এলাকায় একটি ‘মাস্টার ক্লাস অফ হ্যাপিনেস’ হোস্ট করা হবে। ফুড অ্যান্ড ওয়েল বিইং, হেল্থ অ্যান্ড ব্যালেন্স, ডিজাইন অ্যান্ড এভরি ডে এবং নেচার অ্যান্ড লাইফস্টাইল এই চারটি থিমের উপর বেশ করে এই মাস্টার ক্লাস তৈরি করা হবে। যার মাধ্যমে তাদের শেখানো হবে জীবনকে কিভাবে ইতিবাচক করে তুলতে হয় এবং কিভাবে সুখী করতে হয়।

জানা গিয়েছে, ১২ থেকে ১৫ই জুন চার দিন দেশের জন্য প্রথম এই রিসোর্টে হ্যাপিনেস মাস্টারক্লাস অনুষ্ঠিত হবে। প্রতিযোগীরা যে রিসোর্টে থাকবেন অর্থাৎ এই কুরুর রিসোর্টটি সুগন্ধি পাইন গাছ এবং সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। এর পাশাপাশি বিলাসিতার জন্য একটি প্রাইভেট ভিলারও ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি ভিলায় থাকবে প্রাইভেট সনা এবং স্পা-এর ব্যবস্থা। তার সাথে রাত্রিবেলা ভালোভাবে ঘুমানোর ব্যবস্থাও থাকবে। তবে ডিজিটাল ডিটক্সের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়ার কারণে কোনো টিভি থাকবে না, প্রয়োজনে ওয়াইফাই উপলব্ধ থাকবে। মূলত, এই ডিজিটাল ডিটক্সের মাধ্যমে ওই প্রতিযোগীদের শান্তি, নেচার ক্রাফট, সংগীত, অরণ্য জলাশয় যোগাসন, আত্মশোধন এবং সাদামাটা জীবন সম্পর্কে শেখানো হবে।

কিভাবে যাওয়া যাবে? ফিনল্যান্ডে এই বিনামূল্যে ভ্রমণের জন্য প্রতিযোগীকে ফিনল্যান্ডের ওয়েবসাইটে আবেদন করতে হবে। এর পাশাপাশি ইনস্টাগ্রাম, টিক-টকে কন্টেন্ট তৈরি করে নেটদুনিয়ায় একটি চ্যালেঞ্জ সম্পূর্ণ করতে হবে। পোস্টের সঙ্গে #FindYourInnerFinn এবং #VisitFinland হ্যাশট্যাগ শেয়ার করতে হবে। তবে আবেদনকারী বয়স হতে হবে ১৮ বছরের থেকে বেশি। ফিনল্যান্ড যাওয়ার জন্য যাত্রীকে ফ্লাইটে টিকিটের খরচও বহন করতে হবে না। বিনামূল্যে ফ্লাইটে করে ফিনল্যান্ড পৌঁছে যেতে পারবেন। তারপর চার দিন সেখানে থেকে ১৬ই জুন দেশে ফিরতে পারবেন।

ফিনল্যান্ডে ভ্রমণের ক্ষেত্রে বেশ কিছু বিষয় প্রতিযোগিকে মাথায় রাখতে হবে। যেমন ফিনল্যান্ডে চার দিন মাস্টারক্লাস চলাকালীন যে ভিডিও কন্টেন্ট তৈরি হবে সেই ভিডিও কন্টেন্ট ফিনল্যান্ডের ভ্রমণের জন্য এবং বিজ্ঞাপনের জন্য ব্যবহার করা যেতে পারে। তাই সেক্ষেত্রে আবেদনকারীকে ইংরেজিতে অভ্যস্ত থাকতে হবে। অন্যদিকে কোনো ব্র্যান্ড বা কোম্পানির প্রতিনিধিত্ব করলে চলবে না। তাই কিছুদিনের জন্য সুখী জীবন যাপন করতে চাইলে এই ট্রিপ হাতছাড়া না করে ঘুরে আসুন ফিনল্যান্ড থেকে।