সরকারের এই নতুন স্কিমে মেয়েরা পাবেন ৮০০ টাকা! জেনে নিন কিভাবে করবেন আবেদন

ভারতবর্ষের এক অন্যতম রাজ্য হল পশ্চিমবঙ্গ। যে রাজ্যে তৃণমূল সরকারের আওতাভুক্ত সকল রাজ্যবাসী সরকার তরফে বিভিন্ন সুযোগ-সুবিধা পাচ্ছেন। মূলত, পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আসন দখল করার পর থেকে রাজ্যবাসী বিভিন্ন প্রকল্পের মাধ্যমে একের পর এক সুবিধা পাচ্ছেন। মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দ্বারা পশ্চিমবঙ্গে ঐক্যশ্রী, রুপশ্রী, কন্যাশ্রী, শিক্ষাশ্রী, লক্ষ্মীর ভান্ডার সহ একাধিক প্রকল্প চালু হয়েছে। যার মাধ্যমে মহিলারা নিজেদের স্বাবলম্বী করতে পারছেন এবং ছাত্রীরা নিজেদের ভবিষ্যৎকে উজ্জ্বল করার দিকে অগ্রসর হচ্ছেন।
তবে বিভিন্ন প্রকল্পের মধ্যে সাম্প্রতিক সময়ে মাননীয়া মুখ্যমন্ত্রীর দ্বারা চালু হওয়া ‘লক্ষীর ভান্ডার’ প্রকল্প জনগণের কাছে বেশ জনপ্রিয়। যে প্রকল্পের মাধ্যমে মহিলারা ৫০০ থেকে ১০০০ টাকা করে পেয়ে থাকেন। এই প্রকল্প ছাড়াও সরকার আরো এক প্রকল্প চালু করেছে যে প্রকল্পের আওতাভুক্ত ব্যক্তিরা ৮০০ টাকা করে পাবেন। ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই প্রকল্প।
এই প্রকল্পের নাম ‘শিক্ষাশ্রী’ প্রকল্প। প্রকল্পের নাম অনুযায়ী বোঝাই যাচ্ছে যে, রাজ্যের ছাত্রীদের জন্যই এই প্রকল্প চালু করা হয়েছে। মূলত, রাজ্যের আর্থিকভাবে পিছিয়ে পড়া ছাত্রীদের জন্যই এই প্রকল্প এনেছে রাজ্য সরকার। তবে সেরকমভাবে এই প্রকল্প এখনো পরিচিত হয়ে ওঠেনি। তবে ধীরে ধীরে জনপ্রিয় হয়ে উঠছে এই প্রকল্প।
কিভাবে আবেদন করা যাবে?
উপরে উল্লেখিত শিক্ষাশ্রী প্রকল্পে অনলাইন এবং অফলাইন উভয় মোডেই আবেদন করা যাবে। তবে অনলাইনে আবেদন করতে গেলে http://www.anagrasarkalyan.gov.in ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় নথিপত্র দিয়ে আবেদন করতে হবে। অন্যদিকে অফলাইনে ফর্ম ফিলাপ করে স্কুলেও জমা দিতে পারবে শিক্ষার্থীরা।
কারা কারা এই সুবিধা পাবে?
মূলত, পশ্চিমবঙ্গ রাজ্যের পঞ্চম থেকে অষ্টম শ্রেণী পাঠরত ছাত্রীরা এই প্রকল্পের আওতাভুক্ত হতে পারবেন। তবে এই সুবিধা পেতে গেলে বেশ কিছু নিয়ম অনুসরণ করতে হবে ছাত্রীদের। সেই নিয়মগুলি হল – পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে এবং রাজ্যের যেকোনো স্কুলে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অধ্যায়নরত থাকতে হবে। তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত হতে হবে ছাত্রীদের। আবেদনকারী পড়ুয়ার জাতিগত সংশাপত্র থাকতে হবে। পড়ুয়ার পারিবারিক বার্ষিক আয় ২.৫ লক্ষ টাকার মধ্যে থাকতে হবে। পারিবারিক আয়ের সংশাপত্র থাকতে হবে। আরেকটি প্রধান বিষয় হল আবেদনকারী ছাত্রীর কোর ব্যাঙ্কিং সুবিধাযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। তবেই ‘শিক্ষাশ্রী’ প্রকল্পে পঞ্চম থেকে অষ্টম শ্রেণী অধ্যায়নরত ছাত্রীরা আবেদন করতে পারবেন।
উল্লেখ্য বিষয় এই প্রকল্পে আবেদনকারী পড়ুয়ারা শ্রেণী অনুযায়ী টাকা পাবেন। অর্থাৎ তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত পঞ্চম শ্রেণীর ছাত্রীরা পাবেন ৫০০ টাকা, ৬৫০ টাকা করে পাবেন ষষ্ঠ শ্রেণীর ছাত্রীরা। সপ্তম শ্রেণীর ছাত্রীরা পাবেন ৭০০ টাকা এবং ৮০০ টাকা করে দেওয়া হবে অষ্টম শ্রেণীর ছাত্রীদের।