প্রিয় মানুষটির সাথে মধুচন্দ্রিমায় ঘুরে আসুন প্রকৃতির অপার সৌন্দর্যে ঘেরা এই জায়গা থেকে, আনন্দে মন ভরে যাবে

সদ্য বিয়ে হয়েছে কিন্তু এখনও হানিমুন হয়নি। হানিমুন তো যেতে হবে কিন্তু কোন জায়গা যাওয়া যায় তা নিয়ে ভাবছেন! একঘেয়ে ‘দীপুদা’ ঘুরতে যেতে ভালো লাগছে না। পর্বত ও সৈকত একসঙ্গে দেখার ইচ্ছে রয়েছে কিন্তু এমন জায়গা পাওয়া সম্ভব হচ্ছে না। তবে আজকের প্রতিবেদন জন্য।
দেশের মধ্যে রয়েছে এমন একটি জায়গা। সেটি হল দক্ষিণ ভারতের বহু প্রাচীন শহর বিশাখাপত্তনম। এই জায়গাকে অনেকে ভাইজ্যাক হিসেবে জানেন। তবে এত সুন্দর জায়গা তার প্রাকৃতিক পরিবেশের জন্য বেশ জনপ্রিয়। তাই সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন বিশাখাপত্তনম। কলকাতা থেকে বিশাখাপত্তনম যেতে গেলে হাওড়া স্টেশন থেকে যেতে হবে। ট্রেনে করে সরাসরি আপনি পৌঁছে যেতে পারবেন সেখানে। তার জন্য সময় লাগবে ১৫ ঘন্টা।
অপরদিকে আকাশপথে যেতে পারবেন। সেক্ষেত্রে এক ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। এরপর অন্ধ্রপ্রদেশ পৌঁছে সেখানে রয়েছে একাধিক হোটেল। সেখানে হোটেলে দিনযাপন করতে পারেন। এছাড়া বড় বড় হোটেল রয়েছে বেশ কিছু। সঙ্গীনীকে সঙ্গে নিয়ে পৌঁছে যাবেন ঋষিকোন্ডা যা পূর্বঘাট পর্বতমালার ঢালে বিস্তৃত। এরপর ভীমা বিচ ও রামকৃষ্ণ বিচ রয়েছে।
সাবমেরিন আইএনএস কুরোসওয়া দেখার অভিজ্ঞতা অর্জন করার সুযোগ রয়েছে। এছাড়া রয়েছে মৎসদর্শিনী বিশেষ মিউজিয়াম। এছাড়া রয়েছে কৈলাসগিরি মন্দির। সঙ্গীর সঙ্গে সেখানে দু’জন মিলে পুজো দিয়ে ও সময় কাটিয়ে আসতে পারবেন। রোপওয়ে করে পাহাড়ের উপরে এই মন্দির। এছাড়া রয়েছে চুনাপাথরের গুহা ও ঝর্ণা। তাই সবকিছু মিলিয়ে আপনার সঙ্গীর সঙ্গে মধুচন্দ্রিমা দুর্দান্ত কাটতে পারে।