Local Train: লোকাল ট্রেনে বোতল, রুমাল, ব্যাগ দিয়ে জায়গা রাখছেন? দেখতে পেলেই কড়া শাস্তি দেবে রেল

সাম্প্রতিক করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express) দুর্ঘটনায় আতঙ্কিত রেল যাত্রীরা। রেল ব্যবস্থার বিরুদ্ধে উঠে আসছে একাধিক প্রশ্ন। তবে বর্তমানে সিবিআই-এর উপর দায়িত্ব দেওয়া হয়েছে এই দুর্ঘটনার তদন্তের। চলছে তদন্ত। তবে তার মধ্যেই লোকাল ট্রেনের যাত্রীদের সিট রাখা নিয়ে এক অভিযোগ উঠেছে।
ভারতীয় রেলওয়ের এক অন্যতম জোন হলো ইস্টার্ন রেলওয়ে (Eastern Railway)। যার সদর দপ্তর রয়েছে ফেয়ারলি প্লেস, কলকাতায়। ইস্টার্ন রেলওয়ে হাওড়া (Howrah), শিয়ালদা (Sealdah), মালদা (Malda) এবং আসানসোল (Asansol) এই চারটি বিভাগ নিয়ে গঠিত। প্রত্যেক ডিভিশনে রয়েছে একজন করে ডিআরএম।
প্রতিদিন এই রেল পরিবহন কয়েক লাখ মানুষকে রেল পরিষেবা দিয়ে থাকে। যার জন্য বিস্তর নেটওয়ার্ক এবং ডিভিশনের কাজ করে রেল। তবে পূর্ব রেলওয়ে চারটি প্রধান স্টেশনে বিভক্ত। আবার এই স্টেশনগুলি থেকে সৃষ্টি হয় বেশ কিছু শাখার। যে শাখাগুলিতে প্রত্যেকদিন ভারতীয় রেল প্রায় কয়েক হাজার যাত্রীদের পরিষেবা দেয়।
বর্তমান সময়ে নিত্যযাত্রীদের এই রেল পরিষেবা নিয়ে এক বিরাট অভিযোগ উঠেছে। অভিযোগ এই যে, একাধিক লোকাল ট্রেনে রুমাল, জলের বোতল বা ব্যাগ রেখে সিট দখল করা হয়। একটা-দুটো স্টেশন থেকেই পরিচিতদের জন্য এই সিট দখলের চেষ্টা করে লোকাল ট্রেনের বহু যাত্রীরা। যার ফলে অন্যান্য যাত্রীরা পর্যাপ্ত জায়গা থাকা সত্ত্বেও সেখানে বসতে পারে না।
তবে এই বিষয়টি আইনত অপরাধ বলে জানিয়েছেন শিয়ালদা ডিভিশনের রেলের সংযোগ আধিকারিক। তিনি জানিয়েছেন রেলের আইন অনুযায়ী এই সিট রাখা রেকডনাইজড প্রথা নয়। ইস্টার্ন রেলওয়ে আরপিএফ টিম এবং টিকিট চেকিং টিমকে সবসময় এই বিষয়ে তৎপর থাকার নির্দেশ দেয়। মূলত এই সিট দখল করা আইনত অপরাধ। ফলে রেল অফিসাররা এই অপরাধজনক কাজ দেখলে শাস্তি হয়ে থাকে সেই ব্যক্তির। তাই এই সিট দখল করা কখনোই উচিত নয়।