নিউজ

রাজ্যের বিভিন্ন দপ্তরে ১ লাখেরও বেশি কর্মী নিয়োগের ঘোষণা কল্পতরু মমতার

চাকরির খবর রাজ্যে। আসন্ন পঞ্চায়েত ভোটের আগেই কয়েক একাধিক শূন্যপদে নিয়োগের ঘোষণা করলেন রাজ্যের মাননীয়া। গ্রুপ ডি, গ্রুপ সি চিকিৎসা, আফগারি সহ মিলিয়ে ১ লক্ষ ২৫ হাজার কর্মী নিয়োগের কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee)। যার মধ্যে ১১,০০০ প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং ১৪,৫০০ উচ্চ প্রাথমিক শিক্ষক নিয়োগের কথা ঘোষণা করেছেন তিনি।

এছাড়াও, মুখ্যমন্ত্রী জানান ২,২০০ জনকে নিযুক্ত করা হবে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে। তার সাথে পুলিশ বাহিনীতে নিয়োগ করা হবে ২০ হাজার কর্মী। এর পাশাপাশি স্বাস্থ্য দপ্তরের চিকিৎসা, আশা কর্মী, আবগারি দপ্তরের একাধিক শূন্য পদগুলিতে কর্মী নিয়োগ করে পূরণ করা হবে।

চলতি বছরেই রয়েছে পঞ্চায়েত ভোট। আর এই পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই একের পর এক উদ্যোগ নিচ্ছেন রাজ্যের মাননীয়া। সেই মতো দু-এক মাসের মধ্যেই রাজ্যের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগের কথা জানালেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

গত মঙ্গলবার তিনি সাংবাদিক বৈঠকে বলেন, ২০১১ সালের পর থেকে চাষীদের আয় বাড়ানো থেকে শুরু করে নিউটনের সিলিকন ভ্যালি, অশোকনগরের তেল প্রকল্প, ছাত্র-ছাত্রীদের পড়াশোনার জন্য স্টুডেন্ট ক্রেডিট কার্ড, বানতলা সহ আরো অনেক কিছুই উন্নয়ন করেছেন। তবে এবার রাজ্য সরকার শূন্যপদে নিয়োগের জন্য জোর দিচ্ছে। প্রাথমিক, উচ্চ প্রাথমিক সহ বিভিন্ন বিভাগে কর্মী নিয়োগে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার।

এখানেই থেমে থাকেননি তিনি। সুখবরের পাশাপাশি বিরোধীদের নিশানা করতেও ছাড়েনি রাজ্যের মাননীয়া। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন, রাজ্যে শিক্ষক, অশিক্ষক থেকে সবকিছু নিয়োগ নিয়ে দুর্নীতির দায়ে জর্জরিত। রাজ্য সরকার তাই এদিন বলেছেন, এবার এই নিয়োগ নিয়ে রাজনৈতিক নেতারা যেন চাকরি বাতিল না করে বা চাকরিতে বাধা না দেয়।