নিউজঅর্থনীতি

ট্রাক্টর মার্কা ৫ টাকার নোটে এই নম্বর থাকলেই হয়ে যাবেন লাখপতি, দেখুন তো আছে নাকি

অতিমারি করোনার পর থেকে অনেকেরই জীবন বদলে গিয়েছে। কাটছে কোনোরকমে দিন। তবে সেই সব ব্যক্তিরা কয়েক মুহূর্তের মধ্যেই হয়ে যেতে পারেন লাখপতি। যদি তাদের এই জিনিসটি থাকে। কি সেই জিনিস? কিভাবেই বা লাখপতি হবে? জেনে নিন এই প্রতিবেদনে।

মধ্যবিত্ত, নিম্নবিত্ত মানুষদের অনেকেরই পুরনো দিনের নোট গচ্ছিত করে রাখার অভ্যাস রয়েছে। তবে সাম্প্রতিক সময়ে এই নোট বিক্রি করেই হওয়া যায় লাখপতি। আছে নাকি সেই পুরোনো নোট? তবে হ্যাঁ, সেই নোট বিক্রি করার কিছু নিয়ম রয়েছে। পুরোনো দিনের সব নোট বিক্রি হয় না। আজকের এই প্রতিবেদনে কোন নোট বিক্রি করে কত টাকা পাওয়া যায় বা কিভাবে সেই নোট বিক্রি করা যায় সেই বিষয়ে নিম্নে আলোচনা করা হয়েছে।

প্রথমে চলুন জেনে নেওয়া যাক কিভাবে পুরোনো নোট বিক্রি করা যায়। অনলাইনের মাধ্যমে নিলামে বিক্রি হয় পুরোনো দিনের নোট। এই নোট বিক্রি করার যে ওয়েবসাইট রয়েছে তা হলো কয়েনবাজার, OLX প্রভৃতি। প্রথমে যে ব্যক্তি পুরোনো নোট বিক্রি করবেন তাকে olx বা coin Bazaar এই ধরনের যেকোনো একটি ওয়েবসাইটে অ্যাকাউন্ট ওপেন করতে হবে বিক্রেতা হিসেবে। তারপর সেই ওয়েবসাইটের পোর্টালে তার পুরোনো দিনের নোট ছবি তুলে আপলোড করতে হবে। যা সেই ওয়েবসাইট বিজ্ঞাপন হিসেবে দেখাবে। পরবর্তীতে ওই ওয়েবসাইটে ক্রেতা সেই নোট দেখে বিক্রেতার সাথে যোগাযোগ করে ভালো টাকার বিনিময়ে সেই নোট কিনে নেবে।

কোন নোট অনলাইনে বিক্রি করা যাবে? সাম্প্রতিক সময়ে পুরোনো দিনের ১৯৭০-৮০ সালের ৫ টাকার নোট বিক্রি হচ্ছে অনলাইনের কেনা-বেচার ওয়েবসাইটে। তবে এই ৫ টাকার নোটে থাকতে হবে ট্রাক্টরের ছবি। এছাড়াও, এই ধরনের নোটে ৭৮৬ নম্বর থাকলে তা বিক্রি করা যাবে। তবে এই নোট বিক্রি করলে ৩ লাখ টাকার মালিক হয়ে যাবে সেই বিক্রেতা। তো আছে নাকি এই ধরনের ৫ টাকার নোট? দেরি না করে লাখপতি হওয়ার আশায় লেগে পড়ুন কাজে।