ভাইরাল

একগুচ্ছ বেলুনের টানে শুন্যে উঠে গেল শিশু! ভাইরাল ভিডিও

সোশ্যাল মিডিয়ায় নিত্যদিন ভাইরাল হয় নানান অদ্ভুত ঘটনার ভিডিও। আর সেই ভিডিও আমাদের মনোরঞ্জন জোগায়। বিশ্বের এক প্রান্তে হওয়া ঘটনা সেখানে উপস্থিত না থেকেও আমরা দেখতে পারি। আর এই বিষয়টি সহজ করে তুলেছে সামাজিক মাধ্যম। বর্তমান সময়ে সামাজিক মাধ্যম ছাড়া এক মূহুর্ত চলা যায় না। আমাদের দৈনন্দিন জীবনে অভ্যাসে পরিণত হয়েছে এটি।

তেমনই সম্প্রতি এক অদ্ভুত ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। টুইটারে ভাইরাল হয়েছে ভিডিওটি। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মের মতন টুইটার একটি প্ল্যাটফর্ম। সেখানে ভাইরাল হয় নানান ভিডিও। তেমনই সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে একটি ছোটো শিশু শূন্যে উড়ে চলেছে। ভিডিওটি দেখে সকলেই চমকে গিয়েছেন।

ভিডিওতে দেখা যাচ্ছে, এক মহিলা তিনি তার বাড়ি সাজাচ্ছেন। আর পাশেই রয়েছে একটি টেবিল। সেই টেবিলে বসে রয়েছে ছোট্ট মেয়েটি। তার পিঠে অনেকগুলো বেলুন বাঁধা রয়েছে। এদিকে ধীরে ধীরে শিশুটি শূন্যে উড়ে চলেছে। তাকে দেখেই ছুটে আসেন তার মা। এরপর শিশুটিকে টেবিলে বসিয়ে দেয় তার মা। তবে ভিডিওটি আরও মন দিয়ে দেখতে হবে।

মন দিয়ে দেখলে দেখা যাবে, ওই শিশুটি বেলুনের সাহায্যে উড়ে যাচ্ছে না। তাকে এক ব্যক্তি দুই হাতে ধরে উপরের দিকে তোলেন। শিশুটির পিছনে ব্যক্তিটি অদৃশ্য হয়েছিলেন। যেই শিশুটিকে উপরে তুললেন তখনই তার নড়াচড়া স্পষ্ট হয়। ভিডিওটি প্রচুরবার দেখা হয়েছে। প্রচুর মানুষ ভিডিওটি পছন্দ করেছেন।