
আজকাল শহরের রাস্তায় হু হু করে বাড়ছে OLA, UBER এর সংখ্যা মানুষ এখন কাজের সুবিধার্থে দ্রুত কর্মস্থলে পৌঁছানোর জন্য গাড়ি ভাড়া করে থাকেন। তাই রাস্তায় এখন OLA, UBER এর ট্যাক্সির সংখ্যা বেড়ে চলেছে। কিন্তু আপনার কাছে যদি একটি বাইক থেকে থাকে, তবে সেই বাইক দিয়েও আপনি শুরু করতে পারবেন নিত্য উপার্জন। কিভাবে করবেন বা কি কি দরকার? জেনে নিন এখনই।
Rapido নামক একটি সংস্থা আছে যার সাথে আপনি যোগাযোগ করে মাত্র ১-২ ঘন্টা কাজে লাগিয়ে আপনার বাইকটি দিয়ে উপার্জন করতে পারেন ভালো অংকের টাকা। যারা এই সংস্থার সাথে যুক্ত, তাদের বলা হয় Rapido ক্যাপ্টেন। জেনে নিন কি কি করতে হবে আপনার।
Rapido ক্যাপ্টেন হতে গেলে কি কি দরকার?
Rapido এর সাথে কাজ করতে গেলে প্রয়োজন একটি নিজস্ব মোটরসাইকেল।
মোটরসাইকেল ২০০৯ সাল বা তার পরে কেনা হতে হবে।
চালকের নামে ড্রাইভিং লাইসেন্স, তার বাইকের ইন্সুরেন্স ও রেজিস্ট্রেশন সার্টিফিকেট ইত্যাদি সমস্ত নথি থাকতে হবে
চালকের আধার কার্ড, প্যান কার্ড ও ভোটার আইডি কার্ড ইত্যাদি পরিচয় পত্র থাকতে হবে।
চালকের দুটি ISI মার্ক যুক্ত হেলমেট থাকতে হবে। একটি চালকের নিজের জন্য। আর অপরটি যে যাত্রী উঠবে, তার জন্য।
চালকের অবশ্যই 3G/4G/5G নেটওয়ার্ক পরিষেবাসহ একটি স্মার্টফোন থাকতে হবে।
কিভাবে কাজটি পাওয়া যাবে?
প্রথমে Google Play Store এ যান। সেখানে Rapido Captain অ্যাপটি পাবেন, ইন্সটল করে নিন।
এরপর অ্যাপে ‘Get Started’ অপশন পাবেন। সেখানে ক্লিক করুন।
অ্যাপের হোমস্ক্রিনের ডান দিকে একটি তীর চিহ্ন আসবে, এবার সেটাতে ক্লিক করুন।
আপনার ভাষাটি ওখান থেকে বাছাই করে নিন।
এবার লগ ইন করতে হবে। এর জন্য দরকার আপনার মোবাইল নম্বর ও একটি উপযুক্ত পাসওয়ার্ড।
এরপর আপনার শহরটি বাছাই করে নিন।
শহর বাছাই এর পর ‘সার্ভিস’ বলে একটি অপশন পাবেন, তাতে ক্লিক করতে হবে। আর তারপরই নেক্সট অপশনে ক্লিক করুন।
এরপর আপনার ছবি প্রোফাইল পিকচারে লাগাতে হবে।
অবশেষে আপনার ড্রাইভিং লাইসেন্সসহ অন্যান্য নথিগুলি জমা করতে হবে।
কিভাবে হবে উপার্জন?
কোন ব্যক্তি যদি নিজে না চালিয়ে শুধুমাত্র তার বাইকটি এই সংস্থার কাছে ভাড়া দিতে চান, তবেও বাড়ি বসে মাসিক ২৫০০ থেকে ২৫,০০০ টাকার মতো উপার্জন করতে পারেন। যেহেতু গাড়িতে জিপিএস (GPS) সিস্টেম বসানো থাকবে। তাই আপনি নিশ্চিন্তে আপনার জায়গা থেকে বাইকটিকে ট্র্যাক করে নিতে পারবেন। তাই আপনার বাইক হাতছানি হওয়ার কোন ঝুঁকি নেই এখানে। দিনপ্রতি বাইক ভাড়া দিলে ৪০০ থেকে ১২০০ টাকা মতো উপার্জন করা সম্ভব। তাই আপনার কাছে যদি বাইক থেকে থাকে তবে, আজই Rapido এর সাথে যোগাযোগ করতে পারেন।