নিউজ

২০০০ বাতিল হতেই দেশের বাজারে আবারও ফিরতে চলেছে ১০০০ টাকার নোট? জেনে নিন কি বলছে RBI

সারাদেশ ছুড়ে চলছে যেন নোট বিভ্রাট। গত ১৯ শে মে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে যে, এরপর থেকে আর ২০০০ টাকার নোট ছাপা হবে না। তাই যে সমস্ত নাগরিকের কাছে ২০০০ টাকার নোট মজুদ আছে, তাদেরকে ৩০শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংকের মাধ্যমে বদল করে আসতে হবে। এর আগে ২০১৬ সালে ৫০০ এবং ১০০০ টাকার বাতিল করে দেওয়া হয়েছিল। তবে এবার প্রশ্ন ২০০০ বদলে কি ফের বাজারে আসছে ১০০০ টাকার নোট?

আপাতত RBI এর গভর্নর শক্তিকান্ত দাস এই বিষয়ে তেমন কোন কথা প্রকাশ্যে জানাননি। তিনি শুধুমাত্র বলেছেন যে, ২০০০ এর নোট নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যে কোন মানুষ ৩০ শে সেপ্টেম্বরের মধ্যে ব্যাংক থেকে পরিবর্তন করে নিয়ে আসতে পারবে। আর যেহেতু সময়সীমা অনেকটাই তাই কোনরকম আতঙ্ক না ছড়িয়ে, ধীরে সুস্থে কাজটি সম্পন্ন করলেই হবে।

এমনকি সেই নির্দেশ অনুযায়ী প্রতিটি ব্যাংকেও বলা হয়েছে যে, তারা যেন প্রতিটি গ্রাহকদের সহায়তা করে। তারা যাতে সুস্থভাবে ২০০০ টাকার নোট পরিবর্তন করতে পারে সেই দিকে যেন নজর দেওয়া হয়। এবং প্রত্যেকেই যেন নির্দিষ্ট সময়সীমার মধ্যে তাদের সম্পূর্ণ কাজ করে ফেলতে সক্ষম হয়।

তবে ১০০০ টাকার নোট নিয়ে এখনো পর্যন্ত কোন উচ্চবাচ্য করেনি সরকার বা রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিনাথ দাস। তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে, ২০০০ এর বদলে কি তবে ফিরে আসতে চলেছে ১০০০ টাকার নোট? কিন্তু তিনি সাফ জানিয়েছেন যে, এখনো পর্যন্ত তারা ১০০০ টাকার নোট নিয়ে কোন চিন্তাভাবনা করেননি বা খুব শীঘ্রই যে তারা ১০০০ টাকার নোট নিয়ে কোন পরিকল্পনা করছেন, তাও না।