নিউজ

এবার বাতিল ৫০০ টাকার নোটও! কি সিদ্ধান্ত নিল RBI?

রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃক ২০০০ টাকার নোট তুলে নেওয়ার ঘোষণা করা হয়েছে। এবার কি তবে ৫০০ টাকার নোটে তুলে নেওয়া হবে? এমন প্রশ্ন বিভিন্ন মহলে উঁকি ঝুঁকি দিচ্ছে। আজ আমরা এই প্রসঙ্গেই কথা বলব।

বিভিন্ন মহলের জল্পনায় জানা যাচ্ছে আবার নতুন করে ১০০০ টাকার নোট জারি করা হবে। এক সময় ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট হঠাৎ বাতিল হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। কিন্তু এবার ২০০০ টাকা তুলে নেওয়ায় তেমন কোন সমস্যার মুখোমুখি হতে হচ্ছে না সাধারণ মানুষকে।

বৃহস্পতিবার সকালে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার গভর্নর শক্তিকান্ত দাস ৫০০ টাকা ও ১০০০ টাকার নোট পুনরায় চালু করা নিয়ে বিশেষ আপডেট দিয়েছেন। জানা যাচ্ছে এখনো পর্যন্ত কেন্দ্র এই নিয়ে কোন সিদ্ধান্ত নেয়নি। তাই জনগণ কেউ এই ধরনের খবর থেকে দূরে থাকতে বলা হয়েছে। আর বি আই কর্তৃক ২০০০ টাকার নোট তুলে নেওয়ার পর ১ কোটি ৮০ লক্ষ টাকা জমা পড়েছে ব্যাংকে।

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার হিসাব অনুযায়ী, চলতি বছরের জুনে ত্রৈ মাসিক বৃদ্ধির হার হতে পারে ৮ শতাংশ। তারপরে এই হার কমে যাবে। মূলত চলতি আর্থিক বছরে বৃদ্ধির হার থাকতে পারে ৬.৫ শতাংশ। ৩০ শে সেপ্টেম্বর -এর পর থেকে ২০০০ টাকার নোট বাতিল বলে গণ্য হবে। তার আগেই সমস্ত ২০০০ টাকার নোট ব্যাংকে জমা করার নির্দেশ দেওয়া হয়েছে।