বিনোদন

‘পকেটে ১,৫০০ টাকা নিয়ে এসেছিলাম, সেই টাকা নিয়েই চলে যাবো’, শক্ত চোয়ালে জবাব দেন শাহরুখ খান

বলিউডের ‘বাদশা’ কিং খানকে সকলেরই চেনা। তাঁর কেরিয়ার জীবন নিয়ে বলার কিছুই নেই। চার বছর আগে যার ছবি বক্স অফিসে মুখ থুবরে পড়েছিলাম সেই তিনি আবার চার বছর পরে রেকর্ড গড়লেন বলিউডের ইতিহাসে। তাঁর আত্মবিশ্বাসে জীবনে আসার আলো দেখতে চলেছেন বহু পিছনে পড়ে থাকা তারকারা। ‘পাঠান’-এ দুর্দান্ত অভিনয় করে রেকর্ড গড়ায় সম্প্রতি প্রকাশ্যে এসেছে ২০১২ সালে সাক্ষাৎকারে বলা তাঁর এক মন্তব্য। যেখানে প্রকাশ পেয়েছে তাঁর আত্মবিশ্বাস।

প্রসঙ্গত, সালটা ছিল ২০১২। যে সময় বক্স অফিসে মুখ থুবরে পড়েছিল শাহরুখ খান (Shahrukh Khan)-এর অভিনীত সিনেমা ‘রা ওয়ান’। ২০১১ সালে শেষের দিকে বক্স অফিসে মুক্তি পেয়েছিল এই সিনেমা তবে এই সিনেমা ব্যবসা ভালো না করতে পারায় তিনি ভেঙে না পড়ে এক সাক্ষাৎকারে বলেছিলেন, তাঁকে বলিউডের সবাই বাদশ বলেন। কিন্তু তিনি তা নন, তিনি ফকির। কারণ বাদশা হলেন ধনী ব্যক্তিরা। তিনি এও বলেছিলেন যে, তিনি পকেটে ১৫০০ টাকা নিয়ে বম্বে এসেছিলেন। সেই টাকা নিয়েই ফিরে যেতে পারেন।

তবে এরপরেই তিনি আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, তিনি দর্শকমহলে যে ভালোবাসা পেয়েছে তা কেউ কেড়ে নিতে পারবে না। ফলে তিনি ভয় পান না সিনেমা ফ্লপ হলে। কারণ তাঁর মতে, তিনি একটায় ব্যর্থ হলে আর একটা বানিয়ে নেবেন। তার ৭০টা সিনেমা কোনো না কোনো বক্স অফিসে চলবে। ফলে তিনি তাঁর রোজগার করে নিতে পারবেন। দীর্ঘ চার বছরের বিরতির পর বলিউডে ইতিহাস গড়ে সেই আত্মবিশ্বাসকে চরম পর্যায় নিয়ে গেলেন ‘পাঠান’ অভিনেতা শাহরুখ খান।

উল্লেখ্য, গত ৩০ বছর ধরে তাঁর ক্যারিয়ার জীবনকে তিল তিল করে গড়ে তুলেছেন অভিনেতা শাহরুখ খান। ১৫০০ টাকা নিয়ে মুম্বাই শহরে অভিনয় জগতের জন্য পাড়ি দিয়েছিলেন শাহরুখ। তবে তাঁর সেই পরিশ্রম বিফলে যায়নি। দীর্ঘ চার বছর বিরতির পর ইন্ডাস্ট্রিতে ফিরে এসে ম্যাজিক দেখিয়েছেন অভিনেতা শাহরুখ খান। তবে পূর্বে চার বছর আগে তাঁকে নিয়ে কম সমালোচনা হয়নি। তাঁর ক্যারিয়ার শেষ হতে চলেছে বলেও মন্তব্য উঠে এসেছিল নেটমহলে। তবে সাম্প্রতিক সময়ে তিনি তাঁর কঠোর পরিশ্রমের ফল পেয়ে হারিয়ে দিয়েছেন অভিনয় জগতের অন্যান্য খান-কাপুর পরিবারের অভিনেতাদের। ৫৭ বছর বয়সে কাঁপিয়ে দিলেন বলিউড জগৎ।