বিনোদনভাইরাল

‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে সুরের সরস্বতী লতা মঙ্গেশকরকে ফিরিয়ে আনলেন বঙ্গকন্যা বিদিপ্তা!

সুরজগতের কিংবদন্তি লতা মঙ্গেশকরকে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফিরিয়ে আনলেন বঙ্গকন্যা বিদিপ্তা। সম্প্রতি ভাইরাল হয়েছে সেই মুহূর্ত। এদিন ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে উপস্থিত ছিলেন স্বনামধন্য দুই গায়ক-গায়িকা পেয়ারেলাল জি এবং শ্রেয়া ঘোষাল। তবে শুধু বিদিপ্তা নয়, এদিন মঞ্চে বিদিপ্তার সাথে গলা মিলিয়েছে ঋষি সিং।

চলতি সিজনের ‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চে প্রতিযোগী হিসেবে এসেছেন অনেক বাংলার প্রতিযোগী। তবে তাদের মধ্যে অন্যতম প্রতিযোগী হলেন বিদিপ্তা। যার গান মুগ্ধ করে ‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চের দর্শক সহ বিচারকদের। খুব ছোট থেকেই গানের প্রতি আকর্ষণ বিদিপ্তার। প্রসঙ্গত, তার দিদিকে দেখেই গানের প্রতি আগ্রহী হন বিদিপ্তা। আর তারপরেই সাড়ে তিন বছর বয়স থেকে গানের তালিম নিতে শুরু করে এই প্রতিযোগী।

উল্লেখ্য, জি বাংলা ‘সারেগামাপা’-এর ২০২০-২১ সিজনের ফাইনালিস্ট ছিলেন বিদিপ্তা। তবে পরবর্তীতে ‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চে প্রতিযোগী হিসেবে দেখা যাচ্ছে বিদিপ্তাকে। আর সেখানে তার প্রত্যেক গানে দর্শক সহ বিচারকদের মুগ্ধ করে চলেছেন এই প্রতিযোগী। সেরকমই সম্প্রতি ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে কিংবদন্তি লতা মঙ্গেশকরের উদ্দেশ্যে এক এপিসোড অনুষ্ঠিত হয়। আর সেই উদ্দেশ্যেই বিদিপ্তা এবং ঋষি সিং লতা মঙ্গেশকরের “তু সোলা বারাসকি ম্যায় সাতেরা বারাস কা” গানের মাধ্যমে ‘ইন্ডিয়ান আইডল’-এর মঞ্চে ফিরিয়ে নিয়ে আসেন কিংবদন্তিকে।

চলতি সিজনের ‘ইন্ডিয়ান আইডল’ মঞ্চের সব থেকে বেস্ট জুরি প্রতিযোগী হল বিদিপ্তা এবং ঋষি। যাদের ডুয়েট পারফরম্যান্স প্রতিবারই মুগ্ধ করে সকল বিচারককে। সেরকম লতা মঙ্গেশকরের গান গেয়ে অতিথি বিচারক শ্রেয়া ঘোষাল এবং পেয়ারেলাল জির মন জয় করলেন বিদিপ্তা এবং ঋষি। এদিন পেয়ারালাল জিকে ইশারা করতেও দেখা গিয়েছিল। নেটদুনিয়ায় ভাইরাল হতে প্রশংসায় পঞ্চমুখ হচ্ছে নেটজনতা।