নিউজঅর্থনীতি

‘LIC’ আনলো দুর্দান্ত স্কিম! মাত্র ৪৫ টাকার বিনিয়োগে পেয়ে যান ২৫ লাখ, আজই বিনিয়োগ করুন

লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (LIC) প্রধান সদর অফিস অবস্থিত মহারাষ্ট্রে (Maharastra)। আপনারা অবশ্যই জানেন এটি ভারতের বৃহত্তম বীমা কোম্পানি। সাধারণ গ্রাহকদের জন্য লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া নিয়ে এসেছে প্রচুর আকর্ষণীয় স্কিম। এই বীমা পরিকল্পনা গুলোর সাহায্যে অবসর গ্রহণের পরে গ্রাহকদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই স্বচ্ছল থাকে। এছাড়া যদি কোন কারনে পলিসি ধারকদের মৃত্যু ঘটে, তাহলে পরিবারবর্গরা উপকৃত হবে এবং তাদের ভবিষ্যৎ অনেকটাই সুরক্ষিত থাকবে।

পলিসি ধারকদের সঞ্চয় ও সুরক্ষা বজায় রাখতে গেলে লাইফ ইনসুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (এলআইসি)-এর জীবন আনন্দ হল একটি আকর্ষণীয় জীবন বীমা পলিসি। এলআইসি যখন এই জীবন আনন্দ পরিকল্পনা প্রত্যাহার করে, তখন এই নিউ জীবন আনন্দ পরিকল্পনা নামে একটি নতুন সংস্করণ প্রকাশ করেছে। এলআইসির গ্রাহকদের জন্য এটি নিয়ে এসেছে দুর্দান্ত অফার।

তাহলে প্রথমেই আপনি জেনে নিন এলআইসির নিউ জীবন আনন্দ পরিকল্পনা সম্পর্কে। এটিতে রয়েছে বিভিন্ন রকম বৈশিষ্ট্য যা আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে কাজে আসবে। পলিসিধারক যদি এই পরিকল্পনার শেষ অবধি বেঁচে থাকেন তাহলে ম্যাচুরিটির পুরো টাকা পেয়ে যাবেন। এছাড়াও যদি পলিসি ধারকের বয়স ১০০ হওয়া পর্যন্ত এর সমস্ত রকম সুবিধা পাওয়া যাবে। এই বীমা পলিসিটি হলো অংশগ্রহণমূলক, যা সমস্ত-জীবনের এনডাউমেন্ট প্ল্যান। এতে বেনিফিটের সাথে সাথে লাভ পাবেন অনেক বেশি। পলিসি ধারক ব্যক্তি নিয়মিত প্রিমিয়াম দেওয়ার একটি বিকল্প পান।

কি সুবিধা পাবেন এই পলিসিতে? পলিসি ধারকের মৃত্যুর পর পরিবারবর্গের ভবিষ্যৎ সুরক্ষিত হবে। পলিসি মেয়াদ শেষ হলে পুরো টাকা ম্যাচুরিটি হিসাবে পেয়ে যাবেন। এতে রয়েছে কর ছাড়ের বিশেষ সুবিধা। এছাড়া পলিসির মেয়াদ লাভের সুবিধাও রয়েছে এই বীমা পলিসিতে। এলআইসির নিউ জীবন আনান পরিকল্পনাতে আপনি ৫ লাখ টাকা বিনিয়োগ করলে পেয়ে যাবেন ২৫ লাখ টাকা। অবশ্যই তাহলে আপনাকে ৩৫ বছরের পলিসিতে বিনিয়োগ করতে হবে। প্রতিমাসে আপনাকে দিতে হবে ১৩৫৮ টাকা কিংবা প্রতিবছরে দিতে হবে ১৬৩০০ টাকা। তাহলে হিসাবে বলছে প্রতিদিন বিনিয়োগকারীকে বিনিয়োগ করতে হবে মাত্র ৪৫ টাকা।