
বর্তমান সময়ে ৮ থেকে ৮০ সকলের হাতেই দেখা যায় স্মার্টফোন। আর স্মার্টফোন থাকা মানে সেখানে ইন্টারনেট কানেকশন থাকবে না তা হয় না। কম-বেশি সকলেই এখন স্মার্টফোনে ইন্টারনেটের সাথে বেশ যুক্ত। এর পাশাপাশি কলিং পরিষেবা পাওয়ার জন্য স্মার্টফোনে সিম কার্ডও ব্যবহার করা হয়। কেউ এয়ারটেল ব্যবহার করেন, কেউ জিও, তো আবার কেউ Vi। এছাড়াও অনেকে অন্যান্য সিম কার্ডও ব্যবহার করেন।
তবে সাম্প্রতিক সময়ে বাজারে জিও, এয়ারটেল, ভিআই সংস্থার মধ্যে বেশ রেষারেষি চলছে। গ্রাহকদের রাষ টানতে কোম্পানিগুলি বিভিন্ন রিচার্জ প্ল্যানে দুর্দান্ত অফার আনছে। সাম্প্রতিক সেরকমই গ্রাহকদের জন্য এক দুর্দান্ত অফার নিয়ে এলো ভিআই সংস্থা। যেখানে গ্রাহকরা ৪৫ টাকার বিনিময়ে পাবেন ১৮০ দিনের রিচার্জ।
প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমান সময়ে জিও, এয়ারটেল সংস্থা গ্রাহকদের 5G পরিষেবা দিচ্ছে। তবে সেদিক থেকে পিছিয়ে রয়েছে ভিআই সংস্থা। এই সংস্থা গ্রাহকদের এখনো ফাইভ জি পরিষেবা দিতে পারেনি। তাই গ্রাহকদের এই সংস্থার সাথে যুক্ত রাখতে ভিআই সংস্থা 4জি প্রিপেড প্ল্যানগুলিকে সেরা করার জন্য নতুন নতুন প্ল্যান নিয়ে আসছে।
আর এই পরিকল্পনা মাথায় রেখেই সাম্প্রতিক সাশ্রয়ী মূল্যের এক অফার এনেছে ভি আই টেলিকম সংস্থা। মাত্র ৪৫ টাকায় করা যাবে রিচার্জ। যার বৈধতা থাকবে ১৮০ দিন অর্থাৎ ৬ মাস। চলুন এই রিচার্জের বিশেষত্ব সম্পর্কে জেনে নেওয়া যাক।
Vi সংস্থা মাত্র ৪৫ টাকায় যে রিচার্জ প্ল্যান নিয়ে এসেছে সেটি হল মিসড কল অ্যালার্ট প্ল্যান। যার বৈধতা থাকবে ১৮০ দিন অর্থাৎ ৬ মাস। তবে এই রিচার্জ প্ল্যান করলে শুধুমাত্র সেই ব্যক্তিকে জানানো হবে যে কে ফোন করেছে। তাও কখন জানানো হবে? যখন সেই ফোন কভার এলাকার বাইরে থাকবে। এই সুবিধা ছাড়া ভয়েস কলিং বা ডেটা ইত্যাদি কোনো সুবিধাই পাবেন না। তবে এই রিচার্জ প্ল্যান করে রাখলে কোনো গুরুত্বপূর্ণ কল আসলে তা সেই ব্যক্তিকে জানান দেবে।