নির্মম নিয়তি অকালেই কেড়ে নিয়েছে ভালোবাসা, টিভির পর্দায় সব্য-ঐন্দ্রিলার অমর প্রেমকাহিনীর গল্পে চোখ ভিজছে দর্শকদের

চলচ্চিত্র জগতের জনপ্রিয় জুটি ঐন্দ্রিলা-সব্যসাচী (Aindrila-Sabyasachi)-র কথা সকলেরই জানা। তাদের আলাপ, বন্ধুত্ব, ভালবাসা সবকিছুই খোলামেলা সকলের কাছে। বহুদিন হয়েছে সকলের কাছ থেকে চিরতরে হারিয়ে গেছে ঐন্দ্রিলা। তবে সকলের মনে রেখে গেছে তাঁর হাজারো স্মৃতি। তবে সম্প্রতি তাঁর অনুরাগীদের জন্য রয়েছে খুশির খবর। সব্যসাচী-ঐন্দ্রিলার প্রেম কাহিনী নিয়ে তৈরি হয়েছে এক নাটক। যার কিছুটা মুহূর্ত ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। সেই দেখে চোখে জল অনুরাগীদের।
প্রসঙ্গত, কোনো এক অনুষ্ঠানে গিয়ে আলাপ হয় সব্যসাচী-ঐন্দ্রিলার। সেখান থেকেই তাদের মধ্যে ভালো বন্ধুত্ব গড়ে ওঠে। আর সেই বন্ধুত্ব পৌঁছায় ভালোবাসাতে। তবে ঘটনাচক্রে সেই ভালোবাসা পরিণতি পায়নি বিয়েতে। তার আগেই ঐন্দ্রিলাকে হারিয়েছে সব্যসাচী। পরবর্তীতে ঐন্দ্রিলাকে হারিয়ে নিজেকে গুটিয়ে নিয়েছিলেন সব্যসাচী। তবে সাম্প্রতিক সময়ে নিজেকে সামলে আবারও এক নতুন ধারাবাহিক ‘রামপ্রসাদ’-এর মাধ্যমে সকলের কাছে ফিরছেন সব্যসাচী।
তবে ঐন্দ্রিলা-সব্যসাচীর বন্ধুত্ব, ভালোবাসা সবকিছুই জানা সকল নেটজনতার। বাস্তবে তাঁরা সকলের কাছে রোমিও-জুলিয়েট। ঐন্দ্রিলার দুঃখের সময় সব্যসাচী কিভাবে তার পাশে দাঁড়িয়েছেন তাও সকলের জানা। সম্প্রতি সেই কাহিনী তুলে ধরেছে এক বাংলাদেশী নাটক দাবি দর্শকদের। যার নাম “কোথায় খুঁজি তারে”। এই নাটকে সব্যসাচী-ঐন্দ্রিলার বেশ কিছু মুহূর্ত তুলে ধরা হয়েছে আর সেটাই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।
জানা গিয়েছে, এই নাটকে সব্যসাচীর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছে ফারহানকে। অন্যদিকে, ঐন্দ্রিলার চরিত্রে অভিনয় করতে দেখা দিয়েছে বাংলাদেশী নায়িকা তানজিন তিশাকে। এই ধারাবাহিকের মাধ্যমে ঐন্দ্রিলা-সব্যসাচীর এই অপূর্ণ ভালবাসাকে তানজিন-ফারহান সুন্দরভাবে তুলে ধরায় তাদের প্রশংসায় পঞ্চমুখ হয়েছে নেটজনতা। এই নাটকের মাধ্যমে ঐন্দ্রিলাকে ফিরে পেয়ে খুশিতে চোখে জল অনুরাগীদের।