ফের মা হতে চলেছেন অভিনেত্রী মধুবনী! বেবী বাম্পের ছবি দিতেই তুঙ্গে উত্তেজনা

বর্তমান সময়ে বাংলা ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় জুটি হলো রাজা-মধুবনী (Raja-Madhubani)। যাদের ব্যক্তিগত জীবন দেখতে খুবই আগ্রহী নেটজনতা। বর্তমান সময়ে ছেলে কেশবকে নিয়েই সুখে স্বাচ্ছন্দ্য জীবন কাটছে এই জুটির। তবে সম্প্রতি আবারও এই জুটি সম্পর্কে খুশির খবর শোনা গেল নেটদুনিয়ায়। কি সেই খুশির খবর? চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
দু বছরের মাথায় দ্বিতীয়বার মা হতে চলেছেন মধুবনী গোস্বামী। হ্যাঁ, এমনটাই রটেছে নেটদুনিয়ায়। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী মধুবনী তাঁর এক ছবি পোস্ট করেছে। যেখানে স্পষ্ট হয়েছে তাঁর বেবি বাম্পের ছবি। আর তা দেখে নেটমহলে শোনা গিয়েছে আবারো মধুবনীর কোল জুড়ে আসছে দ্বিতীয় সন্তান। তবে সত্যিই কি তাই?
সম্প্রতি নেটদুনিয়ায় যে ছবি পোস্ট করা হয়েছে সেই ছবিতে অভিনেত্রী মধুবনীকে একটি নীল রঙের গাউনে দেখা গেছে। আর সেই ছবিতে তিনি পেটে হাত দিয়ে হাসিমুখে পোজ দিয়েছেন। আর সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছেন ‘ব্লেসড’। আর সেই দেখে দ্বিতীয় সন্তানের খুশির খবর শুনে আত্মহারা হয়েছে নেটজনতা। তবে পরবর্তীতে জানা গিয়েছে, রাজা-মধুবনীর দ্বিতীয় কোনো সন্তান আসছে না। কেশব জন্ম হওয়ার আগে তোলা মধুবনীর এই ছবিটি। আর সেটাই তিনি বর্তমানে পোস্ট করায় ভুল বুঝেছে নেটজনতা।
প্রসঙ্গত, ২০১৬ সালে সাত পাকে বাঁধা পড়েন এই জুটি। স্টার জলসায় ‘ভালোবাসা ডট কম’ ধারাবাহিকে হিরো-হিরোইনের চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এই জুটিকে। আর তারপর থেকে তাদের মধ্যে ভালোবাসার সূত্রপাত ঘটে। যা তারা ২০১৬ সালে পরিণতি দেয়। তারপরেই ২০২১ সালে তাদের কোল জুড়ে আসে কেশব। সাম্প্রতিক সময়ে তাকে নিয়েই মন দিয়ে সংসার করছে মধুবনী। এর পাশাপাশি তাঁদের একটি ইউটিউব চ্যানেলও আছে, যেখানে ব্যক্তিগত জীবনের ভিডিও সকলের সাথে ভাগ করে নেন এই জুটি।