৫৫ বছরে ফের মা হতে চলেছেন মাধুরী দীক্ষিত! তুমুল উত্তেজনা নেটমহলে

বলি ইন্ডাস্ট্রির এক জনপ্রিয় সুন্দরী নায়িকা হলেন মাধুরী দীক্ষিত (Madhuri Dixit)। যিনি সকলের কাছে ‘বলি কুইন’ হিসেবে পরিচিত। যাঁর প্রত্যেকটি সিনেমা নজর কেড়েছে দর্শকদের। সিনেমার পাশাপাশি তাঁর সিনেমার গান ও হৃদয় ছুঁয়ে গেছে সিনেমাপ্রেমীদের। ব্যক্তিগত জীবন নিয়ে এই অভিনেত্রী খুব একটা চর্চিত হননি। তবে সম্প্রতি তিনি তাঁর এক ব্যক্তিগত কারণেই উঠে এসেছেন নেটদুনিয়ায়। সেই কারণকে নিয়ে তুমুল উত্তেজনা নেটমহলে। চলুন সেই কারণ এবং সেই কারণের আসল ঘটনা সম্পর্কে জানা যাক।
ভারতীয় চলচ্চিত্র জগতের সেরা অভিনেত্রী হিসেবে পরিচিত মাধুরী দীক্ষিত। যার প্রায় ৭০ টিরও বেশি সিনেমা রয়েছে। প্রসঙ্গত, অভিনেত্রী মাধুরী দীক্ষিত সাত পাকে বাঁধা পড়েন ১৯৯৯ সালে শ্রীরাম মাধব নেনের সাথে। যিনি কলোরাডোর ডেনেভারে কর্মরত ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের কার্ডিওভাসকুলার সার্জন। বিবাহের চার বছর পার হওয়ার পর তাঁদের কোল জুড়ে আসে তাঁদের প্রথম সন্তান আরিন এরপর ২০০৫ সালে তাঁরা জন্ম দেন তাঁদের দ্বিতীয় পুত্র সন্তান রায়ানের। তারপর থেকে এই বিষয়ে আর কোনো খবরই পাওয়া যায়নি এই জুটির তরফ থেকে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর বেবী বাম্পের ছবি পোস্ট হওয়ায় গুঞ্জন উঠেছে নেটদুনিয়ায়। কি সেই গুঞ্জন?
সেই গুঞ্জন হল ৫৫ বছর বয়সে অভিনেত্রী মাধুরী দীক্ষিত তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। তবে সত্যিই কি তাই? এই বিষয়ে জানা গিয়েছে, এই পুরো বিষয়টি গুজব। কারণ আলোক চিত্রদের ক্যামেরায় বন্দী হন মাধুরী দীক্ষিত। আর সেই ছবিতে স্পষ্ট হয় মাধুরী দীক্ষিতের স্ফীত পেট। যা দেখে মনে হয়েছে মাধুরী দীক্ষিত গর্ভবতী। আর সেই দেখেই সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে তৃতীয় সন্তানের জন্ম দিতে চলেছেন মাধুরী দীক্ষিত। তবে পরবর্তীতে জানা গিয়েছে তা একদমই মিথ্যা। কারণ বয়সের পর প্রত্যেক মানুষেরই তলপেটে মেদ জমে। তাই মাধুরী দীক্ষিতেরও সেটাই হয়েছে। অর্থাৎ তিনি গর্ভবতী নন।
কাজের কথা বলতে গেলে জানা যায়, এই অভিনেত্রী ১৯৮৪ সালে গ্ল্যামার জগতে পা রাখেন ‘অবোধ’ ছবির মাধ্যমে। তারপর তিনি বেশ কিছু ছবিতে সহঅভিনেত্রী এবং শিশুর ভূমিকায় অভিনয় করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবিতে অভিনয় করার পর থেকে শুরু হয় তাঁর কেরিয়ার জীবন। একের পর এক ছবিতে দুর্দান্ত অভিনয় করে নজর কাড়ে দর্শকদের। তিনি প্রায় ৭০ টির বেশি ছবিতে অভিনয় করেছেন। আর তার জন্য তিনি ছয়টি ফিল্ম পুরস্কার সহ আর অন্যান্য পুরস্কারে সম্মানিতও হয়েছেন।