ভুলেযান দীঘা – পুরী, কম খরচে ঘুরে আসুন ছবির মত সুন্দর এই পাহাড়ি গ্রাম থেকে

একঘেয়ে জীবন থেকে কয়েকদিনের বিশ্রাম নিয়ে মনকে ফুরফুরে ও প্রাণচঞ্চল করে তুলতে ঘুরে আসুন কালিম্পং-এর সিটং। দার্জিলিং-এর পাহাড় ঘেরা সুন্দর এক জায়গা হল সিটং। যত দিন যাচ্ছে পর্যটকদের কাছে এক পছন্দের জায়গা হয়ে উঠছে সিটং। তাই শীতের মরশুমকে ভালোভাবে উপভোগ করতে সিটং যেতে মন্দ লাগবে না। কয়েকদিনের ছুটি নিয়ে ঘুরে আসুন কালিম্পং-এর সিটং। সিটং বর্তমানে বেশ জনপ্রিয় জায়গা হয়ে উঠেছে।
এর আরেক নাম হল কমলালেবুর উপত্যকা বা অরেঞ্জ ভ্যালি। প্রতিটি বাড়িতেই দেখতে পাবেন কমলালেবুর গাছ। যদি শীতের সময় যান তবে গাছে কমলালেবু ঝুলে থাকতে দেখতে পাবেন। চারিদিকে এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেনো আপনার মনে প্রফুল্লতা আনতে বাধ্য করবে। সিটং-এ কাটানো সেই পাহাড়ি দিনগুলি আজীবন স্মৃতিতে জ্বলজ্বল করবে।
সিটং-এ যা যা দেখবেন – সিটং কালিম্পং-এর একটি ছোট্ট জায়গা। এখানে কমলালেবুর চাষ বিখ্যাত। এছাড়া লেপচাদের গ্রাম রয়েছে। পাহাড়ের কোলে থাকা বাড়ি এবং সেই বাড়িতে রয়েছে অর্কিডের বাগান। সিটং-এর মংপুতে রয়েছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত বাংলো। এছাড়া রয়েছে রিহাং নদী। সিটং থেকে আলদারা ভিউ পয়েন্ট, লাটপাঞ্চারে যেতে পারেন। অসাধারণ সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলে মন হবে ফুরফুরে।
সিটং-এ কোথায় থাকবেন – সিটং ধীরে ধীরে পর্যটনকেন্দ্র হিসেবে জায়গা করে নিয়েছে মানচিত্রে। তাই মানুষের আনাগোনা বেড়েছে। সিটং-এ থাকার জায়গার অভাব হবে না। রয়েছে বেশ কিছু হোম স্টে ও কটেজ। এখানের প্রায় সব হোম স্টে ও কটেজ থেকে সুবিশাল কাঞ্চনজঙ্ঘাকে চাক্ষুষ করতে পারবেন। প্রতিদিন এই হোম স্টে ও কটেজে থাকা খাওয়া পিছু ১০০০ থেকে ১২০০ টাকা খরচ হতে পারে।
সিটং-এর কিছু হোম স্টের নাম ও ফোন নম্বর- Ctong Homestay – 7908152232/9647824055
Sittong Bishes Homestay – 7076060266
Ryang Homestay – 9830027451
কীভাবে যাবেন সিটং – কলকাতা থেকে এনজেপি বা নিউ জলপাইগুড়ি পৌঁছে সেখান থেকে চলে যাওয়া যায় সিটং। শিলিগুড়ি থেকে রাংভি ও মংপু হয়েও সিটং যাওয়া যায়। এছাড়া কলকাতা থেকে বাস রয়েছে।