টেক নিউজনিউজ

অল্টো এখন অতীত, জলের দামে গাড়ি লঞ্চ করলো মারুতি! দাম জানলে চমকে যাবেন

বাজারে চার চাকা সংস্থার জনপ্রিয় সংস্থা হল মারুতি সুজুকি। এতদিন অলটো গাড়িটি এই সংস্থার সব থেকে সস্তা গাড়ি হিসেবে বিবেচিত হয়ে এসেছে। তবে বর্তমানে কোম্পানি এই গাড়ি তৈরি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। সাম্প্রতিক সময়ে মারুতি সুজুকির কম দামি গাড়ির তালিকায় রয়েছে আরো একটি গাড়ি। যার নাম Alto K10। এবার সেই গাড়ির উপর বেস করেই মারুতি সুজুকি বাজারে আনল একটি ট্যাক্সি ভার্সনের গাড়ি। যার নাম Tour H1। কোম্পানির এই সিরিজের অন্যতম সস্তা গাড়ি এটি। তবে সস্তা হলেও এই গাড়িতে দেওয়া হয়েছে দুর্দান্ত ফিচার্স। চলুন এই গাড়ির দাম, ফিচার্স সহ বিস্তারিত জেনে নেওয়া যাক।

Maruti Suzuki Tour H1 গাড়ির ইঞ্জিনের কথা যদি বলি, এক্ষেত্রে পেট্রোল এবং সিএনজি দুই ভেরিয়েন্টেরই অপশন পাওয়া যাবে এই গাড়িতে। পেট্রোল ভ্যারিয়েন্টের এই গাড়িতে পাওয়া যাবে নেক্সট জেনারেশন পেট্রল কে সিরিজ 1 লিটার ডুয়াল ভিভিটি ইঞ্জিন। যা সর্বাধিক 65 ব্রেক হর্সপাওয়ার এবং 89 এনএম শক্তি উৎপাদন করতে সক্ষম। অন্যদিকে, সিএনজি ভ্যারিয়েন্ট সর্বাধিক 55.9 ব্রেক হর্সপাওয়ার এবং 82.1 এনএম শক্তি উৎপাদন করতে সক্ষম হবে। এক্ষেত্রে মাইলেজের কথা যদি বলি সিএনজি ভ্যারিয়েন্টের মডেল প্রতি কেজিতে মাইলেজ দেয় 34.46 কিমি। অপরদিকে পেট্রোল ভ্যারিয়েয়েন্টের মডেল মাইলেজ দেয় প্রতি লিটার 24.60 কিলোমিটার।

ট্যুর এইচ1 গাড়িটি মেটালিক সিল্কি সিলিভার, মেটালিক গ্রানাইট গ্রে এবং আর্কটিক হোয়াইট এই তিনটি রঙে উপলব্ধ রয়েছে। এই গাড়ির বৈশিষ্ট্য সম্পর্কে যদি বলি, এক্ষেত্রে এই গাড়িতে পাওয়া যাবে ডুয়াল এয়ারব্যাগ, ইলেকট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন সহ অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, স্পিড লিমিট সিস্টেম এবং রিভার্স পার্কিং সেন্সরের মতো একাধিক সেফটি ফিচার্স। এর পাশাপাশি প্রি-টেনশনার সহ ফ্রন্ট সিট বেল্ট, সামনে ও পিছনে উভয় যাত্রীদের জন্য সিট বেল্ট রিমাইন্ডর সুবিধাও থাকবে এই গাড়িতে।

ট্যুর H1 গাড়ির প্রসঙ্গে কোম্পানির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার শশাঙ্ক শ্রীবাস্তব বলেছেন, এই গাড়ির ইন্টিরিয়ার, এক্সটেরিয়ার, আরাম, সুবিধা সহ অন্যান্য বৈশিষ্ট্য সবকিছুই চমৎকার। পাশাপাশি মাইলেজও রয়েছে দুর্দান্ত। বাণিজ্যিক গ্রাহকদের জন্য এই গাড়ি বেশ উপযুক্ত।

এই গাড়ির দামের কথা যদি বলি, এক্স শোরুম Maruti Suzuki Tour H1-এর পেট্রোল ভ্যারিয়েন্টের দাম রয়েছে 4.8 লাখ টাকা। অপরদিকে 5.7 লাখ টাকা দাম রয়েছে সিএনজি ভেরিয়েন্টের। তবে Maruti Suzuki Alto K10-এর দাম এই গাড়ির তুলনায় প্রায় 80 হাজার টাকা কম। এক্স শোরুম 3.99 থেকে 5.96 লাখ টাকা দাম রয়েছে Maruti Suzuki Alto K 10-এর।