টেক নিউজনিউজ

Alto 10-এ বিশেষ ছাড় দিচ্ছে মারুতি, 59,000 টাকা কমে পাবেন এই গাড়ি

কয়েক বছরে ভারতে মানুষের ৪ চাকা গাড়ি কেনার প্রতি আগ্রহ তুলনামূলক বেড়েছে। কিন্তু গাড়ি কেনার পথে সব থেকে বড় বাধা হয়ে দাঁড়ায় দাম‌। বাজেট বেশি হলে এই নিয়ে কোন অসুবিধা থাকে না।

কিন্তু কম বাজেটের ক্রেতাদের অনেক ভাবনা চিন্তা করে গাড়ির শোরুমে যেতে হয়। অবশ্য মাঝে মধ্যেই গাড়ির কোম্পানিগুলি গ্রাহকদের জন্য বিভিন্ন ধরনের অফার ও ডিসকাউন্ট নিয়ে হাজির হয়ে যায়। তেমনি একটি অফার চলছে মারুতি সুজুকি অল্টো কে১০ (Maruti Suzuki Alto K10)গাড়িটির উপর। এই গাড়িটির আসল দাম তুলনামূলক অনেকটাই কম।‌

কিন্তু তাতেও সর্বোচ্চ ৫৯ হাজার টাকা পর্যন্ত ছাড় দিচ্ছে কোম্পানি। এতে রয়েছে ক্যাশ ডিস্কাউন্ট, এক্সচেঞ্জ বোনাস ও কর্পোরেট ডিসকাউন্ট। ক্যাশ ডিসকাউন্টে রয়েছে ৪০ হাজার টাকা পর্যন্ত ছাড়। এক্সচেঞ্জ বোনাসে রয়েছে ১৫ হাজার টাকা পর্যন্ত ছাড়।

আর কর্পোরেট ডিসকাউন্টে পেয়ে যাবেন ৪ হাজার টাকা পর্যন্ত ছাড়। সবমিলিয়ে মোট ৫৯ হাজার টাকা পর্যন্ত ছাড় পেয়ে যাবে ক্রেতারা। এই গাড়ি পেট্রোল ছাড়াও সিএনজিতে চলবে। সিএনজি ভেরিয়েন্ট এ ২০ হাজার টাকার ক্যাশ ডিসকাউন্ট, ১৫ হাজার টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৪০০০ টাকার কর্পোরেট ডিসকাউন্ট পেয়ে যাবেন ক্রেতারা।

এক্ষেত্রে সব মিলিয়ে ৩৯ হাজার টাকা সঞ্চয় করতে পারবেন ট্রেলারা। এই গাড়িটির দাম প্রায় ৪ লাখ টাকা থেকে শুরু করে প্রায় ছয় লাখ টাকা পর্যন্ত। এমন অফার সব সময় পাওয়া যায় না। ৩০ শে জুন পর্যন্ত এই অফারটি চলবে।