
Mahindra Thar ও Force Gurkha-কে সরাসরি টক্কর দিতে ভারতীয় বাজারে লঞ্চ হয়েছে Maruti Suzuki-র SUV গাড়ি Jimny। মারুতি সুজুকি নেক্সা ডিলাক্সের অধীনে বিক্রি করা হবে এই গাড়ি। গাড়িতে রয়েছে শক্তিশালী ইঞ্জিন সহ অত্যাধুনিক ফিচার্স। পাঁচ দরজা বিশিষ্ট এই গাড়ি ক্রেতামহলে বেশ আকর্ষণীয় হয়ে উঠছে। এক্স শোরুম ১২.৭৪ লক্ষ টাকা থেকে শুরু করে ১৫.০৫ লক্ষ টাকা দাম রয়েছে এই গাড়ির। তবে পকেটে পুরো বাজেট না থাকলেও ডাউনপেমেন্টে বাড়িতে নিয়ে আসা যাবে এই গাড়ি। তাই যেসব ব্যক্তির এই গাড়ি কেনার পরিকল্পনা করছেন প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
Maruti Suzuki-র পাঁচ দরজা বিশিষ্ট এই গাড়ি কেনার জন্য পুরো টাকা খরচ করার দরকার নেই। EMI-এ নির্দিষ্ট সুদের হারে বাড়িতে নিয়ে আসতে পারেন এই জিমনি গাড়ি। এই গাড়ি কিনতে কত টাকা ডাউন পেমেন্ট করতে হবে সেই নিয়ে অনেক ক্রেতাই দ্বন্দ্বে রয়েছেন। আজকের এই প্রতিবেদনে সেই ইএমআই প্ল্যান নিয়েই বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে মারুতি সুজুকির জিমনি গাড়ি Zeta MT, Alpha MT, Zeta AT ও Alpha AT এই চারটি ভ্যারিয়েন্টে ভারতের বাজারে পদার্পণ করেছে। চারটি ভ্যারিয়েন্টের দাম রয়েছে ভিন্ন। অন রোড মূল্য জিমনির এই চার ভ্যারিয়েন্টের দাম রয়েছে ১৪.৭৪ লাখ টাকা, ১৫.৮৩ লাখ টাকা, ১৬.১১ লাখ টাকা ও ১৭.২০ লাখ টাকা। তবে পুরো টাকা পেমেন্ট করে গাড়ি কেনার দরকার নেই। কিছু টাকা ডাউনপেমেন্ট করে কিস্তির মাধ্যমে লোন পরিশোধ করে এই গাড়ি বাড়িতে নিয়ে আসার দুর্দান্ত সুযোগ রয়েছে। এক্ষেত্রে বিভিন্ন ব্যাঙ্কে সুদের হার বিভিন্ন হয়।
তাই সুদের হার ১০% হিসাবে ধরে এবং লোন পরিশোধের সময়কাল ৫ বছর ধরে হিসাব করা হয়েছে। এক্ষেত্রে Maruti Suzuki Jimny Zeta MT কিনতে ডাউনপেমেন্ট হিসেবে যদি ১.৫ লাখ টাকা দেওয়া হয়, সেক্ষেত্রে হিসেব করলে প্রতি মাসে কিস্তি দিতে হবে ২৮,১২৬ টাকা। Alpha MT কিনতে যদি ডাউনপেমেন্ট হিসেবে ১.৫৮ লাখ টাকা দেওয়া হয়, এক্ষেত্রে ইএমআই দিতে হবে প্রতিমাস পিছু ৩০,২৭১ টাকা। অন্যদিকে ১.৬১ লাখ টাকা ডাউনপেমেন্ট করে যদি Zeta AT বাড়িতে আনা যায়, সেক্ষেত্রে মাসে মাসে দিতে হবে ৩০,৮১৭ টাকা EMI। প্রিমিয়াম মডেল Alpha AT কিনতে হলে এককালীন যদি ১.৭২ লাখ টাকা জমা করতে হয়। তাহলে প্রতি মাসে কিস্তির পরিমাণ দিতে হবে ৩২,৮৯৮ টাকা।
Maruti Suzuki-র এই SUV গাড়িতে রয়েছে শক্তিশালী ইঞ্জিনসহ অত্যাধুনিক ফিচার্স। জানা গিয়েছে ১.৫ লিটার পেট্রোল ইঞ্জিন প্রদান করা হয়েছে এই জিমনি গাড়িতে। যা সর্বাধিক ১০৫ পিএস শক্তি ও ১৩৪ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম হবে। এর সাথে রয়েছে ৬-স্পিড ম্যানুয়াল ও ট্রান্সমিশন এবং ৪-স্পিড অটোমেটিক গিয়ারবক্সের অপশন।