
ভারতীয় গাড়ির বাজারে চমক দিতে আসছে Maruti Suzuki-র সবচেয়ে প্রিমিয়াম গাড়ি। যা সরাসরি টক্কর দেবে Toyota, Innova HyCross গাড়ির সাথে। শোনা যাচ্ছে Maruti Suzuki-র এই প্রিমিয়াম গাড়ি Toyota-র জনপ্রিয় MPV, Innova HyCross-এর রিব্যাজড ভার্সন হতে চলেছে। কোম্পানির সবচেয়ে বড় গাড়ি হতে চলেছে আসন্ন এই প্রিমিয়াম গাড়িটি
ভারতীয় বাজারে Maruti Engane নামে লঞ্চ করতে চলেছে এই প্রিমিয়াম গাড়ি। যা কোম্পানি তরফ থেকে জানা গিয়েছে। কোম্পানির এই প্রিমিয়াম গাড়িটি অত্যাধুনিক ফিচার সহ 7 সিট যুক্ত। চলুন সময় নষ্ট না করে আসন্ন এই গাড়ির লঞ্চের দিন, ফিচার্স সহ দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।
মারুতি সুজুকির এই এনগেজ এমপিভির ইঞ্জিনের কথা যদি বলি, এক্ষেত্রে এই গাড়িতে দেওয়া হবে 4-সিলিন্ডার অ্যাটকিনসন ও 2.0-লিটার পেট্রোল ইঞ্জিন। যা শক্তি উৎপাদন করবে 186 হর্স পাওয়ার এবং টর্ক উৎপন্ন করবে 206Nm। এর পাশাপাশি রয়েছে আরও অত্যাধুনিক বৈশিষ্ট্য।
কোম্পানির আসন্ন এই প্রিমিয়াম গাড়িটিতে থাকবে একাধিক অত্যাধুনিক ফিচার্স। এই গাড়িতে পাওয়া যাবে ADAS, 360 ডিগ্রি ক্যামেরা, Ottoman ফাংশন, 10 ইঞ্চির টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম এবং একটি ডায়ল-পেন প্যানোরমিক সানরুফের মতো আধুনিক সুবিধা। এর পাশাপাশি যাত্রীদের সুরক্ষার কথা ভেবে গাড়িটিতে 6টি এয়ারব্যাগ থাকবে বলেও জানা গিয়েছে।
কবে লঞ্চ হবে? তবে এই বিষয়ে কোম্পানি তরফে জানা গিয়েছে, চলতি বছরের 5ই জুলাই ভারতীয় বাজারে আসছে মারুতি সুজুকির এই নতুন প্রিমিয়াম গাড়ি। যার লঞ্চের পর দাম হবে 18.20 লক্ষ থেকে 29.50 লক্ষ টাকা।