ভাইরাল

সবুজ ধান ক্ষেতের মাঝে মৌ সুন্দরীর অপূর্ব নৃত্য দেখে মুগ্ধ গোটা নেটদুনিয়া

সোশ্যাল মিডিয়ায় নিজের প্রতিভাকে সামনে এনে অনেকেই জনপ্রিয় হয়ে উঠেছেন। ভাইরাল হওয়ার ট্রেন্ডে অনেকেই নাম লিখিয়েছেন। তাদের মধ্যে জনপ্রিয় বেশ কিছুজন। একজন হলে মৌমিতা। নিজের ইউটিউব চ্যানেলে নানান নাচের ভিডিও পোস্ট করতে দেখা যায় তাকে। আর সেই ভিডিও ভাইরাল হয় নিমেষেই।

তিনি বারংবার নাচের মঞ্চ হিসেবে উন্মুক্ত প্রকৃতিকে বেছে নেন। আর তেমনই সেই নাচের ভিডিও ভাইরাল হতে সময় নেয় না। তাই সম্প্রতি এমনই এক নাচের ভিডিও দেখা গিয়েছে মৌমিতার। সেই ভিডিওতে তার অসাধারণ নাচ আরও একবার মুগ্ধ করেছে সকলকে। সকলেই কমেন্ট বক্সে নানান মন্তব্যে ভরিয়ে তুলেছেন। সকলেরই মৌমিতার নাচ ভালো লেগেছে।

সম্প্রতি ‘মিছরির দানা’ গানের তালে কোমর দুলিয়েছেন মৌমিতা। শ্রেয়া ঘোষাল ও জিৎ গাঙুলির গাওয়া এই অসাধারণ গানটি কারোর শুনতে বাকি নেই। মৌমিতার দুর্দান্ত নাচ ও সঙ্গে উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশ সকলকে মুগ্ধ করেছে। মৌমিতাকে দেখা গিয়েছে সবুজ রং-এর ঘাগড়ায়।

সঙ্গে খোলা চুল ও মানানসই সাজে আরও আকর্ষণীয়া হয়ে উঠেছেন। তার সুন্দর সাজ ও নৃত্য পরিবেশন করার জন্য মঞ্চ বারবার তার প্রতি মুগ্ধ হয় নেটবাসী। নিজের ইউটিউব চ্যানেলে নাচের ভিডিওটি পোস্ট করেছেন মৌমিতা। ইন্টারনেটকে কাজে লাগিয়ে আজকে তিনি সকলের মাঝে জনপ্রিয় এক মুখ।